Tuesday, November 4, 2025

বিবাহ বিচ্ছেদের আবেদন করলেন আইএএস টপার টিনা ডাবি ও আতাহার খান

Date:

সালটা ২০১৮। ধুমধাম করে বিয়ে হয়েছিল ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষায় আইএএস বিভাগের প্রথম স্থান অধিকার করা টিনা ডাবি ও দ্বিতীয় স্থান অধিকারকারী আতাহার খানের। এই বিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সেই সময়। হওয়াটাও অস্বাভাবিক নয়, ইউপিএসসির মত পরীক্ষায় প্রথম স্থান অধিকারীর বিয়ে বলে কথা। তার ওপর টিনা ডাবি ছিলেন দলিত সমাজের প্রতিনিধি এবং আতাহার খান ছিলেন কাশ্মীরী।সাম্প্রদায়িক সম্প্রীতির নজর থেকে দেখা হচ্ছিল এই বিয়েকে। অবশেষে এই বিয়ে ভাঙতে চলেছে বলে জানা গেল।

সংবাদমাধ্যম সূত্রে খবর, টিনা ডাবি এবং তাঁর কাশ্মীরি স্বামী আতাহার খান ইতিমধ্যেই জয়পুর আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানিয়েছেন। যদিও কী কারণে তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন সে বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। জানা যায়, ২০১৮ সালে এই দুই আইএএস টপারের বিয়ের রিসেপশন হয়েছিল জয়পুর, পাহেলগ্রাম এবং দিল্লিতে। বিয়েতে শুভেচ্ছা জানিয়ে ছিলেন রাহুল গান্ধী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিয়েতে আমন্ত্রিত ছিলেন বেঙ্কাইয়া নাইডু, সুমিত্রা মহজন, রবি শংকর প্রসাদের মত ভিভিআইপি ব্যক্তিত্বরা। স্বাভাবিকভাবেই জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো সাড়া পড়ে গিয়েছে।

আরও পড়ুন:কোভ্যাক্সিন : প্রথম ডোজ নিতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, ২০১৫ সালে আইএএস পরীক্ষায় প্রথম হওয়া টিনা ডাবির বাড়ি ভোপালে। তার বাবা ও মা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কর্মরত। দিল্লির লেডি শ্রীরাম কলেজে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক হওয়ার পর আইএএস পরীক্ষার প্রস্তুতি নেন টিনা। অন্যদিকে কাশ্মীরের বাসিন্দা আতাহার হিমাচল প্রদেশের মান্ডি আইআইটি থেকে বিটেক ডিগ্রির পর আই এ এস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ২০১৫ সালে টিনা ও আতাহার দুজনেই রাজস্থান ক্যাডারে আইএএস হন। মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি ফর অ্যাডমিনিস্ট্রেশনে একে অপরের সঙ্গে আলাপ হয় দুজনের। সেখান থেকেই প্রেম ও বিয়ে। তবে মাত্র দু’বছরের মধ্যেই সম্পর্ক ভাঙতে বসেছে এই দুই জনপ্রিয় আইএএস-এর।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version