ডার্বিতে খেলতে মুখিয়ে রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গানরা, চোটের কারনে ছিটকে গেলেন সুসাইরাজ

0
1

বেজে গিয়েছে ডার্বির দামামা। ২৭ তারিখ গোয়ার তিলক ময়দানে বসতে চলেছে আইএসএল এর প্রথম ডার্বি আসর। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ টিম এটিকে মোহনবাগান। বরং আর বাকি পাঁচটা ম‍্যাচের মতনই দেখছে হাবাস বাহিনী । আইএসএলের প্রথম ম‍্যাচে কেরলা ব্লাস্টারকে ১-০ গোলে হারিয়েছিল এটিকে এমবি। শুরুতেই কেরলা ব্লাস্টারকে হারানোয়, শুক্রবার রবি ফাউলারের দলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী প্রীতম, প্রবীররা।

কলকাতার এলক্লাসিকো। মরশুমের প্রথম ডার্বি। সেই মহাযুদ্ধে নামার আগে মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে এমবি ফুটবলাররা। প্রথম ম‍্যাচে চোট পাওয়া সুসাইরাজকে ছেড়েই লাল-হলুদের বিরুদ্ধে দল সাজাচ্ছে হাবাস। চোটের কারনে চলতি মরশুম থেকে সম্ভবত ছিটকে গেলেন সুসাইরাজ। তবে ডার্বির আগে তা নিয়ে বেশি ভাবতে নারাজ হাবাস। বরং ২৭ তারিখ গোয়ার মাটিতে তিন পয়েন্টই লক্ষ্য এটিকে এমবি কোচের।

আরও পড়ুন:কন্টেনমেন্ট জোনে ফের কড়া প্রহরা, করোনা সামলাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

ডার্বি নিয়ে বাংলার আবেগ দেখেছেন এটিকে এমবি তারকা ফুটবলার রয় কৃষ্ণা। তাই ডার্বির গুরুত্ব বুঝতে পারছেন ফিজির এই ফুটবলার। বুধবার অনুশীলন শেষে রয় কৃষ্ণা জানান, “এসসি ইস্টবেঙ্গল দলের কোন বিদেশিকে চিনি না। দলের রক্ষন নিয়ে কোন ধারনা নেই। এটা এক প্রকার চিন্তার কারন হলেও, সুবিধা ও অনেক আছে বলে মনে করছেন তিনি।”

চলতি বছর কেরলা ব্লাস্টার থেকে এটিকে মোহনবাগানে সই করেছে সন্দেশ ঝিঙ্গান। ডার্বি ম‍্যাচ খেলতে মুখিয়ে তিনিও। সব মিলিয়ে ডার্বির ৭২ ঘন্টা আগে চার্ডআপ হাবাসের দল।