Thursday, August 28, 2025

কন্টেনমেন্ট জোনে ফের কড়া প্রহরা, করোনা সামলাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

দেশজুড়ে টানা কয়েক মাস ধরে লকডাউন চললেও কোনওভাবেই লাগাম টানা যায়নি করোনা পরিস্থিতিতে। উত্তরোত্তর তা বেড়েই চলেছে। এদিকে করোনাকে সঙ্গী করেই কেমন জানি গাছাড়া ভাব’ সাধারণ মানুষের। এই অবস্থায় বাড়তে থাকা করোনা পরিস্থিতি সামাল দিতে আরো একবার কোমর বেঁধে মাঠে নামলো সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে করোনা পরিস্থিতির জেরে জারি করা হল এক নয়া নির্দেশিকা। যেখানে করোনা রুখতে একাধিক পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। পাশাপাশি আগের মত কন্টেনমেন্ট জোনগুলিতে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া সম্পূর্ণরূপে যাতায়াত নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নয়া এই নির্দেশিকা লাগু হচ্ছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে কন্টেনমেন্ট জোন গুলিকে চিহ্নিত করে সেখানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া সমস্ত রকম গতিবিধি কড়াভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও পুরসভার আধিকারিকদের এটা নিশ্চিত করতে হবে যে কড়া ভাবে যেন মানুষ করোনা বিধি পালন করেন। পাশাপাশি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করে। মানুষের গতিবিধির ওপর এসওপি জারি করার পাশাপাশি। যেকোনও রকম ভিড় কড়াভাবে নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুন:মে মাসের পর তৃণমূলের নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঁশিয়ারি দিলীপের

এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি দপ্তরে যেন সঠিক ভাবে পালন করা হয় সামাজিক দূরত্ব বিধি। শহরাঞ্চলে যে সমস্ত জায়গায় আক্রান্তের হার ১০ শতাংশের বেশি সেখানে সামাজিক দূরত্ব বিধি সঠিকভাবে পালন করাতে সব রকম পদক্ষেপ যেন নেয় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধানরা। একইসঙ্গে কেন্দ্রের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও জায়গায় রাজ্য সরকার যদি লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আবশ্যিকভাবে কেন্দ্রের অনুমতি নিতে হবে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version