Sunday, May 4, 2025

কন্টেনমেন্ট জোনে ফের কড়া প্রহরা, করোনা সামলাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

দেশজুড়ে টানা কয়েক মাস ধরে লকডাউন চললেও কোনওভাবেই লাগাম টানা যায়নি করোনা পরিস্থিতিতে। উত্তরোত্তর তা বেড়েই চলেছে। এদিকে করোনাকে সঙ্গী করেই কেমন জানি গাছাড়া ভাব’ সাধারণ মানুষের। এই অবস্থায় বাড়তে থাকা করোনা পরিস্থিতি সামাল দিতে আরো একবার কোমর বেঁধে মাঠে নামলো সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে করোনা পরিস্থিতির জেরে জারি করা হল এক নয়া নির্দেশিকা। যেখানে করোনা রুখতে একাধিক পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। পাশাপাশি আগের মত কন্টেনমেন্ট জোনগুলিতে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া সম্পূর্ণরূপে যাতায়াত নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নয়া এই নির্দেশিকা লাগু হচ্ছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে কন্টেনমেন্ট জোন গুলিকে চিহ্নিত করে সেখানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া সমস্ত রকম গতিবিধি কড়াভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও পুরসভার আধিকারিকদের এটা নিশ্চিত করতে হবে যে কড়া ভাবে যেন মানুষ করোনা বিধি পালন করেন। পাশাপাশি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করে। মানুষের গতিবিধির ওপর এসওপি জারি করার পাশাপাশি। যেকোনও রকম ভিড় কড়াভাবে নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুন:মে মাসের পর তৃণমূলের নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঁশিয়ারি দিলীপের

এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি দপ্তরে যেন সঠিক ভাবে পালন করা হয় সামাজিক দূরত্ব বিধি। শহরাঞ্চলে যে সমস্ত জায়গায় আক্রান্তের হার ১০ শতাংশের বেশি সেখানে সামাজিক দূরত্ব বিধি সঠিকভাবে পালন করাতে সব রকম পদক্ষেপ যেন নেয় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধানরা। একইসঙ্গে কেন্দ্রের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও জায়গায় রাজ্য সরকার যদি লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আবশ্যিকভাবে কেন্দ্রের অনুমতি নিতে হবে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version