কোভ্যাক্সিন : প্রথম ডোজ নিতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

Minister Firhad Hakim may get the first vaccine in Kolkata in the third phase of the trial.তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ১,০০০টি ডোজ বেলেঘাটা নাইসেডে এসে পৌঁছেছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ট্রায়ালের জন্য কলকাতায় এল এই টিকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে এই টিকার প্রয়োগ। সারা দেশে ২৫,৮০০ জন মানুষের মধ্যে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ হবে। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ১,০০০ জন। সূত্রের খবর, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার টিকা কলকাতায় পৌঁছনোর পর ফিরহাদ হাকিমকে বেলেঘাটা নাইসেডের তরফে স্বেচ্ছাসেবক হওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ গ্রহণও করেন কলকাতার মুখ্য প্রশাসক তথা পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘এতটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।’

এদিন ফিরহাদ বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তর সঙ্গেও বৈঠক করেন তিনি। কলকাতায় ভ্যাকসিনগুলিকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে সংরক্ষণ করা হয়েছে। শান্তা দত্ত জানিয়েছেন,”ভ্যাকসিন আমাদের হাতে এসেছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরাও সতর্কতার সঙ্গে এগোচ্ছি।’

আরও পড়ুন-রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’, কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই?

Previous articleদক্ষিণ দিনাজপুরে বিজেপির বুথ সভাপতির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Next articleবিবাহ বিচ্ছেদের আবেদন করলেন আইএএস টপার টিনা ডাবি ও আতাহার খান