Tuesday, November 11, 2025

রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’, কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই?

Date:

রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’। ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনে পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।

নাইসেড সূত্রে খবর, ভ্যাকসিনগুলি মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে ডিসেম্বর থেকে।

ভারত বায়োটেক ও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে।

তৃতীয় পর্যায়ের ট্রায়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু হবে।

নাইসেডে ক্লিনিক্যাল ট্রায়ালের খবর প্রকাশ্যে আসতেই স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কাছে মুহূর্মুহূ ফোন আসতে শুরু করেছে নাইসেডে। অনেকেই স্বেচ্ছাসেবক হতে চাইছেন।

কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই? নাইসেড সূত্রে খবর,
প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। যাঁরা ফোনে যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে।
• একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে।
• কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না।
• অন্তঃসত্ত্বারা স্বেচ্ছাসেবক হতে পারবেন না।
• ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে।
• একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না।

নাইসেড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে । গোটা প্রক্রিয়া শেষ করতে ২১-এর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ হয়ে যাবে।

আরও পড়ুন- ফুরফুরে মেজাজে টিম ইস্টবেঙ্গল, অনুশীলনে বিশেষ ক‍্যামেরা রবি ফাউলারের

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version