Wednesday, November 5, 2025

একদিনে মৃত্যু ৫২৪, শীতকালে সতর্ক না হলে বিপদ বাড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের

Date:

দেশে সংক্রমণ ফের বাড়ছে৷ বৃহস্পতিবারের তথ্য, গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪৮৯ জন। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯২ লক্ষ পার হয়ে গিয়েছে৷

ওদিকে,একুশের ভোটের দামামা বেজে গিয়েছে৷ শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির সমাবেশ৷ এ সব সমাবেশে যোগ দিতে আসা দলীয় কর্মী- সমর্থকরা করোনা- বিধির তোয়াক্কাও করছেন না৷ প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, ন্যূনতম মাস্কও মুখে নেই৷ সে সব দেখা সত্ত্বেও নেতা বা নেত্রীরা সোৎসাহে ভাষণ দিয়ে চলেছেন৷

ওদিকে,বিশেষজ্ঞ ও চিকিৎসকরা আশঙ্কা করছেন, শীত পড়লে ভাইরাস আরও মাথাচাড়া দিতে পারে৷ ডিসেম্বর মাস খুব সাবধানে থাকতে হবে৷ একটু অসাবধানে ভয়ঙ্কর বিপদ হতে পারে৷ আরও একবার ভাইরাস মাথাচাড়া দিলে পরিস্থিতি নিশ্চিতভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে৷ মাস্ক থেকে সামাজিক বিধির নিয়ম কঠোরভাবে মানতে হবে জানিয়েছেন তাঁরা৷ ইতিমধ্যেই করোনা- আক্রান্ত যারা হয়েছেন, তাদের শরীরে ফের ভাইরাস প্রবেশ করলে এবার রক্ষা পাওয়া কঠিন বলেই মনে করছেন চিকিৎসকরা৷ অথচ এ ধরনের সতর্কবার্তা বা আশঙ্কাকে পরোয়া করছে না রাজনৈতিক দলগুলি৷

তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় দেশে অ্যাক্টিভ কেস প্রায় ৪ লক্ষ ৫২ হাজার। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৬ হাজার ৩৬৭। দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ৮৬ লক্ষ ৭৯ হাজার ১৩৮।

শীতের দাপট বাড়লে কোভিড সংক্রমণও বাড়বে, এমন সতর্কবার্তার পরেও রাজনৈতিক দলগুলি যেভাবে সভা-সমাবেশ-মিছিল করে চলেছে, সাধারণ মানুষ যেভাবে করোনা- বিধি মেনে চলতে অনাগ্রহী হয়ে উঠেছেন,
তাতে শীত পড়লে দেশ বা রাজ্যের করোনা সংক্রমণ যে বাড়বেই, সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা৷

আরও পড়ুন-দু-বছর ইপিএফ-র টাকা দেবে কেন্দ্র: কারা পাবেন সেই সুবিধা?

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version