Sunday, November 2, 2025

ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নেতাজীর ভুমিকায় অভিষেক

Date:

ছোটপর্দায় নেতাজী সুভাষচন্দ্র বসুর চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল আট থেকে আশি। সেই অভিষেক বসুকেই এবার ফের দেখা যাবে নেতাজীর ভূমিকায়, বড়পর্দায়।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘মায়ামৃগয়া’তে ফের একবার নেতাজির চরিত্রে অভিনয় করবেন অভিষেক। ছবির পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুই বোন’। পরিচালকের কথায়, ১৯২৫ থেকে ১৯৩০ সালের প্রেক্ষাপটে তৈরি মায়ামৃগয়ার গল্প। সেই সময় নেতাজির বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে ছিল। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়ে দেখা হয়েছিল সেই সময়ের কবিকে দেখা যাবে ছবিতে।

ছোটপর্দায় নেতাজী ধারাবাহিকটিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রচণ্ড খেটেছিলেন অভিষেক। নিজের ওজন বাড়ানো থেকে শুরু করে চুলের ছাঁটও বদলে ফেলেছিলেন। যাতে তাঁকে দেখতেও অনেকটা নেতাজীর মতই লাগত। পরিচালক জানান, “টেলিভিশনে নেতাজির চরিত্রে অভিনয়ের ফলে অভিষেকের একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে। অভিনয়ও ভাল করে। সেই কারণেই ওকে বাছা।”

আরও পড়ুন : অস্কারের মঞ্চে ভারত থেকে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’

অভিষেক ছাড়াও, এই ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যাবে মুম্বইয়ের প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। প্রিয়াংশু এর আগে গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও রয়েছেন টেলিভিশনের আরেক তারকা দিতিপ্রিয়া রায়। শশাঙ্কের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version