Tuesday, November 25, 2025

আশ্চর্য সমাপতন! ফিদেল কাস্ত্রোর মৃত্যুদিনেই প্রয়াত মারাদোনা

Date:

Share post:

কী আশ্চর্য সমাপতন! সেই ২৫ নভেম্বর- প্রিয় বন্ধু ফিদেল কাস্ত্রোর কাছে না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো মারাদোনা। ২০১৬-তে একই দিনে মারা গিয়েছিলেন ফিদেল কাস্ত্রো। মাঝে ব্যবধান শুধু চার বছরের। দুই হাজার কুড়ির কঠিন সময়ে সেই ২৫ তারিখ চলে গেলেন মারাদোনাও। যাঁর পায়ের যাদুতে মুগ্ধ ছিল সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ, তিনি একসময় তলিয়ে গেছিলেন অন্ধকারে। স্পনসরাও হাত গুটিয়ে নিয়েছে। পাশে নেই কেউ। আর এই পরিস্থিতিতে ঘিরে ধরল ড্রাগের নেশা। অতলে ডুবে যাচ্ছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। সালটা ২০০৪। তার ৩০ আর্জেন্টিনা তার চিকিৎসার দায়িত্ব নিতে অস্বীকার করে। সেই সময় তার পাশে এসে দাঁড়ান কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। রাজধানী হাভানাতেই শুরু হয় মারাদোনার রিহ্যাব বা পুর্নবাসন।

সেই সময় আর্থিক টানাপোড়েনে জর্জরিত মারাদোনা। নেশা করে নিজেকে যেন আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন তিনি। আর্থিক সাহায্য তো দূর পাশে দাঁড়ানোর লোক পাওয়া যেত না। এরকম পরিস্থিতিতে মারাদোনাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন কাস্ত্রো। কিন্তু প্রতিদানে কিছুই চাননি তিনি। এমনকী, কিউবার জাতীয় দলের কোচ হওয়ার জন্যেও অনুরোধ করেননি মারাদোনাকে। কিউবাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্যবহার করেননি মারাদোনার জনপ্রিয়তা।

শুধুই ছিল বন্ধুত্ব। হতে পারে অসম। কিন্তু তার টান ছিল অমোঘ। ২০১৬-তে ফিদেল কাস্ত্রোর মারা যাওয়ার পরে মারাদোনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, “আমার দ্বিতীয় বাবাও চলে গেলেন, এবার কার কাছে যাব?”

কাস্ত্রোর শেষকৃত্যের জন্য কিউবায় পৌঁছে মারাদোনা বলেন, তিনি বিশ্বাস করেন, বিশ্ব তার প্রকৃত নেতাকে হারিয়েছে।” আমিও নিজেকে একজন কিউবান মনে করছি”। এই থেকে বোঝা যায় তাঁর হৃদয়ের কতখানি জুড়ে ছিলেন কাস্ত্রো।

মারাদোনা যখন শেষবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সবে সুস্থ হচ্ছেন। সেই সময়েও তাঁকে চিকিৎসার কিউবায় নিয়ে যাওয়ার কথা উঠেছিল। তাঁর আইনজীবী মাতিয়াস মোরলা বলেছিলেন, “দিয়াগো খুবই ভাল আছেন” তারসঙ্গে আরো জানিয়েছিলেন, কিউবাকে অত্যন্ত ভালবাসেন মারাদোনা। এমনকী চিকিৎসার ব্যাপারে কিউবা যাওয়ার বিষয় নিয়ে ফিদেল কাস্ত্রোর ছিলেন সঙ্গে মাতিয়াস কথাও বলেন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি দিয়েগোকে। কিউবায় আর যাওয়া হল না ফুটবলের রাজপুত্রর। প্রিয় কমরেড যেদিন মারা গিয়েছিলেন সেই একই দিনে আর্জেন্টিনায় শেষ নিঃশ্বাস ফেললেন মারাদোনা।

আরও পড়ুন- একত্রে বসবাসের শর্তসাপেক্ষে একদিনে ৪৭ দম্পতির মামলা নিষ্পত্তি 

spot_img

Related articles

২৪ ঘণ্টা অতিক্রান্ত, সিইও দফতরে এখনও ধর্নায় বিএলওরা

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে মাত্রাতিরিক্ত কাজের চাপে জেরবার বিএলওরা (BLO) সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে...

বিয়ের দুয়ারে এসে বিচ্ছেদের সংকেত! স্মৃতি-পলাশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে

রূপকথার বিয়ে বাড়িতে বিষাদের ছোঁয়া লেগেছিল আগেই। কিন্তু সময় যত এগোচ্ছে এক বিরাট ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। বাবার অসুস্থতার...

অযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

ভোট বাক্স ভরাতে এক বছর আগে অসম্পূর্ণ রাম মন্দির (Ram Mandir, Ayodhya) উদ্বোধন করেছিলেন, এবার ধ্বজা উত্তোলনের মধ্যে...

হেলিকপ্টারে সমস্যা! পিছল মমতার সভা-পদযাত্রার সময়সূচি

হেলিকপ্টারে (Helicopter) সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের...