Sunday, November 9, 2025

প্রয়াত ফুটবলের রাজপুত্র, তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব

Date:

সর্বকালের অন‍্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

ফুটবলের রাজপুত্র। হ‍্যাঁ, তাঁর ক্ষেত্রেই এই উক্তিটি ব‍্যবহার করেন ফুটবল বিশ্ব। ১৯৭৭ সালে দেশের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটে দিয়েগোর। ১৯৮২ সালে বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে মাঠে নামেন তিনি। এরপর ইতিহাস। তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ১৯৮৬ র বিশ্বকাপ। একার দক্ষতায় দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপে ‘হ‍্যান্ড অফ গড’ নামে পরিচিতি পান দিয়েগো। ইংল‍্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল হক বা সাতজনকে কাটিয়ে গোল, ৮৬ র বিশ্বকাপে একের পর এক ফুটবল জাদুতে মুগ্ধ করেন ফুটবল রাজপুত্র। এরপরও ১৯৯০ বিশ্বকাপেও মারাদোনার বাঁ পায়ের জাদু ঝলকানি দেখতে পায় গোটা বিশ্ব। ১৯৯৪ সালে শেষবারের মতন দেশের জার্সি গায়ে নামেন মারাদোনা। দেশের জার্সিতে ৯১ ম‍্যাচে ৩৪ গোল করেন ফুটবল রাজপুত্র।

শুধু দেশ নয়, ক্লাবস্তরেও সাফল‍্যের সিঁড়ি ছুঁয়েছেন মারাদোনা। ১৯৮১ সালে বোকা জুনিয়রসে সই করেন তিনি। বোকা জুনিয়রস এর হয়ে ৪০ ম‍্যাচে ২৮ গোল করেন দিয়েগো। ১৯৮২তে সই করেন বার্সেলোনায়। সেখানেও দুরন্ত প‍্যারফম্যান্স ফুটবল রাজপুত্রের। ৩৬ ম‍্যাচে ২২ গোল করেন তিনি । এরপর ১৯৮৪ সালে যোগ দেন নেপোলিতে। ১৯৯১ পর্যন্ত নেপোলির জার্সি গায়ে চাপান দিয়েগো। ১৯৯৭ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি।

শুধু ফুটবলার নয়। কোচ হিসাবেও মাঠে দেখা গিয়েছে মারাদোনাকে। ২০০৮ সালে আর্জেন্তিনার দায়িত্ব নেন তিনি। দেশ ছাড়াও রেসিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে কোচিং করান দিয়েগো। ফুটবল ছাড়াও তাঁর বর্নময় জীবনের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসেন মারাদোনা।

আরও পড়ুন- ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version