Saturday, August 23, 2025

প্রয়াত ফুটবলের রাজপুত্র, তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব

Date:

সর্বকালের অন‍্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

ফুটবলের রাজপুত্র। হ‍্যাঁ, তাঁর ক্ষেত্রেই এই উক্তিটি ব‍্যবহার করেন ফুটবল বিশ্ব। ১৯৭৭ সালে দেশের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটে দিয়েগোর। ১৯৮২ সালে বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে মাঠে নামেন তিনি। এরপর ইতিহাস। তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ১৯৮৬ র বিশ্বকাপ। একার দক্ষতায় দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপে ‘হ‍্যান্ড অফ গড’ নামে পরিচিতি পান দিয়েগো। ইংল‍্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল হক বা সাতজনকে কাটিয়ে গোল, ৮৬ র বিশ্বকাপে একের পর এক ফুটবল জাদুতে মুগ্ধ করেন ফুটবল রাজপুত্র। এরপরও ১৯৯০ বিশ্বকাপেও মারাদোনার বাঁ পায়ের জাদু ঝলকানি দেখতে পায় গোটা বিশ্ব। ১৯৯৪ সালে শেষবারের মতন দেশের জার্সি গায়ে নামেন মারাদোনা। দেশের জার্সিতে ৯১ ম‍্যাচে ৩৪ গোল করেন ফুটবল রাজপুত্র।

শুধু দেশ নয়, ক্লাবস্তরেও সাফল‍্যের সিঁড়ি ছুঁয়েছেন মারাদোনা। ১৯৮১ সালে বোকা জুনিয়রসে সই করেন তিনি। বোকা জুনিয়রস এর হয়ে ৪০ ম‍্যাচে ২৮ গোল করেন দিয়েগো। ১৯৮২তে সই করেন বার্সেলোনায়। সেখানেও দুরন্ত প‍্যারফম্যান্স ফুটবল রাজপুত্রের। ৩৬ ম‍্যাচে ২২ গোল করেন তিনি । এরপর ১৯৮৪ সালে যোগ দেন নেপোলিতে। ১৯৯১ পর্যন্ত নেপোলির জার্সি গায়ে চাপান দিয়েগো। ১৯৯৭ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি।

শুধু ফুটবলার নয়। কোচ হিসাবেও মাঠে দেখা গিয়েছে মারাদোনাকে। ২০০৮ সালে আর্জেন্তিনার দায়িত্ব নেন তিনি। দেশ ছাড়াও রেসিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে কোচিং করান দিয়েগো। ফুটবল ছাড়াও তাঁর বর্নময় জীবনের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসেন মারাদোনা।

আরও পড়ুন- ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version