“আমার হিরো আর নেই … আমি তোমার জন্য ফুটবল দেখতাম”, মারাদোনাকে শেষ শ্রদ্ধা সৌরভের

0
3

মাত্র ৬০ বছরেই চলে গেলেন ফুটবলের রাজপুত্র। কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন মারাদোনা। চলে গেলেন না ফেরার দেশে। প্রিয় নায়কের প্রায়ণে শেষ শ্রদ্ধা জানাতে দেরি করেনি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভের চাইল্ডউড ‘হিরো’৷ মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ টুইট করে লিখেছেন, “আমার হিরো আর নেই …শান্তিতে থাকুন.. আমি তোমার জন্যই ফুটবল দেখতাম।” এছাড়াও প্রিয় বন্ধুর মৃত্যুর খবরের পর ফুটবল সম্রাট পেলে বলেন, “আকাশে আমরা একদিন একসঙ্গে ফুটবল খেলব,”।

 

আরও পড়ুন- প্রয়াত ফুটবলের রাজপুত্র, তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব