Saturday, January 10, 2026

শুভেন্দুর ইস্তফায় উৎসাহী দিলীপ বললেন ‘তৃণমূলের শেষের শুরু’

Date:

Share post:

শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। সেই জল্পনাতে ইন্ধন জুগিয়ে শুক্রবার রাজ্যের দুই মন্ত্রক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দুর এই ইস্তফায় রীতিমতো উৎফুল্ল দেখালো রাজ্য বিজেপিকে। সে ছবি ধরা পড়ল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। শুভেন্দুর বিজেপি যোগের সম্ভাবনা কতখানি তা নিয়ে প্রশ্ন চিহ্ন রেখেই তৃণমূলকে আক্রমণ শানালেন দিলীপ। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন, শুভেন্দু যদি বিজেপিতে আসতে চান তবে দল তাঁকে সাদরে অভ্যর্থনা জানাবে।

শুক্রবার রাজ্য মন্ত্রিসভা থেকে শুভেন্দুর ইস্তফার খবর যখন প্রকাশ্যে আসে তখন উত্তর ২৪ পরগনার এক সভায় বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। বক্তব্যের মাঝপথেই এক চিরকুট আসে তার হাতে। এরপরই সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি জানান, ‘দিদিমনির ঘর কেমন ভাঙছে দেখুন। এইমাত্র খবর এসেছে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। দেখ কেমন লাগে। কোনও সুস্থ মানুষ টিএমসি করে না আর। কোনও ভদ্র মানুষ টিএমসি করে না।’

এর পাশাপাশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তৃণমূলের মুষল পর্বের শুরু হল। পার্টিটাই উঠে যাবে। কারণ যে ধরণের স্বৈরাচারী আর অত্যাচারী সরকার চলছে এটা পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্রপ্রিয় সমাজে চলতে পারে না’। পাশাপাশি শুভেন্দুর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমাদের লোকেদের যাদের সঙ্গে যোগাযোগ রাখার নিশ্চই আছে। অর্জুনদা বলেছেন, ৫ জন সাংসদ না কি আসতে চান। নিশ্চই তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে। যাদের দম বন্ধ হয়ে আসছিল তারা ছাড়তে আরম্ভ করেছেন। শুভেন্দুবাবু বিজেপিতে আসতে চাইলে নিশ্চই সমাদরে তাঁকে নিয়ে নেব। তবে আমার সঙ্গে ওঁর এখনও সরাসরি যোগাযোগ হয়নি। শুভেন্দু পার্টি ছাড়লে তৃণমূলের অনেক যুব নেতা পার্টি ছেড়ে দেবেন’।

আরও পড়ুন:নতুন করে ট্রায়াল হতে পারে অক্সফোর্ড ভ্যাকসিনের, জানালো অ্যাস্ট্রাজেনেকা

দিলীপ ঘোষের পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু ইস্যুতে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘শুভেন্দু তৃণমূল স্তর থেকে রাজনীতি করছে। গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসে নেতা হয়েছে। ও আমাদের সঙ্গে এলে বাংলায় পরিবর্তনের আন্দোলন আরও জোরদার ও শক্তিশালী হবে। শুভেন্দুর পদত্যাগকে আমি স্বাগত জানাচ্ছি।’

অন্যদিকে মন্ত্রিসভা থেকে শুভেন্দুর ইস্তফা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন ঠিকই, কিন্তু দলের প্রাথমিক সদস্যপদ এখনও ছাড়েননি। বিধায়ক পদও ছাড়েননি। যতক্ষণ এই পরিস্থিতি চলছে ততক্ষণ আশা আছে।’ পাশাপাশি শুভেন্দুর মানভঞ্জন প্রসঙ্গেও সৌগত রায় বলেন, ‘দলের নির্দেশ মেনে শুভেন্দুর সঙ্গে দুই দফায় কথা হয়েছে। তার সঙ্গে আলোচনা ইতিবাচক। প্রয়োজনে আরও কথা বলতে রাজি আছি।’

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...