Thursday, January 15, 2026

করোনা সংক্রমণ বাড়ছে, ফের কড়া পদক্ষেপ প্রয়োজন, উদ্বেগ শীর্ষ আদালতের

Date:

Share post:

দেশে করোনা-সংক্রমণ ফের বাড়ছে৷ ফের কড়া পদক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে৷ পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে।

এমনই মন্তব্য দেশের শীর্ষ আদালতের৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে রাজনীতির উর্ধ্বে উঠে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে৷ আদালতের মতে, কোভিড মোকাবিলার নিয়ম- কানুন সব ঠিকই আছে, কিন্তু বাস্তবে তা রূপায়ণ করার ক্ষেত্রে ফাঁক থেকে যাচ্ছে৷ সেই ফাঁক ভরাট করার জন্য কাজের কাজ কিছুই করা হচ্ছে না।

বিচারপতি অশোক ভূষণ বলেছেন, “আমরা এখন হামেশাই দেখছি লোকজন রাস্তায় আনন্দ করছেন, মিছিল-মিটিং করছেন, অথচ তাদের ৬০ শতাংশের মুখে মাস্ক নেই৷ আর ৩০ শতাংশের মাস্ক গলায় ঝুলছে। প্রশাসন শক্ত হতে পারছে না৷ এভাবে চলতে দেওয়া যায়না৷ আদালত বলেছে, এখনই কড়া ব্যবস্থার নেওয়ার প্রয়োজন, নাহলে প্রশাসনিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এদিন কোভিড রোগীদের চিকিৎসা ও মৃতদেহ সৎকার সম্পর্কিত এক মামলা শুনছিলেন। সেখানেই দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, রাজ্যগুলির ঠিকভাবে কোভিড-নির্দেশিকা মেনে চলা উচিত৷ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কোভিডের এবারের ঢেউ আগের বারের থেকে খারাপ৷ এর পরই সুপ্রিম কোর্টের মন্তব্য, সেক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, অথচ কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই জানায় আদালত। সলিসিটার জেনারেল এই প্রসঙ্গেই বলেন, এই ইস্যুতে আমরা- ওরা নয়, একসঙ্গে কাজ করতে হবে।

কেন্দ্র এদিন আদালতে জানায়, মোট অ্যাক্টিভ কেসের ৭৭ শতাংশই পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে ঘটে চলেছে। গুজরাতে কোভিড রোগীদের মৃত্যু নিয়েও রাজ্যকে ভর্ৎসনা করে আদালত। এ বিষয়ে পরের শুনানিতে গুজরাতকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ বিভিন্ন রাজ্যে যে ভাবে সংক্রমণ বাড়ছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে চেয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি পয়লা ডিসেম্বর।

আরও পড়ুন-চিনকে নজরে রেখে, নেপাল-শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্ব বাড়াতে উদ্যোগী ভারত

spot_img

Related articles

আবার নন্দীগ্রামে সেবাশ্রয় হবে, পারলে আটকে দেখাক: চ্যালেঞ্জ অভিষেকের, প্রথমদিনেই বিপুল সাড়া

ডায়মন্ড হারবার লোকসভাকেন্দ্রের গণ্ডী ছাড়িয়ে সেবাশ্রয় (Sevashray) শিবির শুরু হল নন্দীগ্রামে। বৃহস্পতিবার, প্রথমে নন্দীগ্রাম ২ ও পরে নন্দীগ্রাম...

সন্ন্যাসীদেরই অবজ্ঞা-অপমান বিজেপির, গর্জে উঠল তৃণমূল

শুধু মুখে হিন্দুত্বের বুলি আর রাম-নাম। আর পদে পদে সনাতনী আধ্যাত্মিক চেতনাকে চরম আঘাত। এসআইআরের নামে এবার কি...

ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র

এসআইআরের (SIR Deaths) চাপে মৃত্যুমিছিল! এসআইআর নিয়ে মানুষের হয়রানির মাঝেই এবার পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকায় এক বিএলওর অস্বাভাবিক...

একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়েছেন মেরি! প্রাক্তন স্বামীর বিস্ফোরক অভিযোগ

বিবাহ বিচ্ছেদ ঘটে গেলেও নতুন করে তিক্ততা শুরু হয়েছে মেরি কম(Mery Kom) এবং তাঁর প্রাক্তন স্বামী কারুং অনলারের...