Wednesday, August 27, 2025

‘বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন’, নিজেই জানালেন দিলীপ ঘোষ

Date:

একুশের বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক- বিরোধী, দু’পক্ষই নেমে পড়েছে ময়দানে৷
আর তার মাঝেই বোমা ফাটিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, “এরাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন”।

টুইট করে নিজেই একথা বললেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।”

বিজেপি-বিরোধী শিবির দীর্ঘদিন ধরেই বলে চলেছে, ক্ষমতায় এলে কে হবেন গেরুয়া-মুখ্যমন্ত্রী? তেমন মুখ কোথায়? এবার এই প্রচারের জবাব দিলেন বঙ্গ- বিজেপির সভাপতি৷

বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। কখনও ভাসছে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নাম, কখনও উঠছে সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা তৃণমূল নেতার নাম৷ এ ছাড়া বিজেপির রাজ্যের শীর্ষস্তরের দু-একজন নেতার নামও কখনও কখনও উঠে এসেছে৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই জল্পনার শরিক হয়ে বলেছিলেন, “দু’জন নয়, তালিকা আরও দীর্ঘ।” এরপর জল্পনা আরও তীব্র হয়েছে৷ অমিত শাহ আগে একবার বলেছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলা ভূমিপুত্রই।” এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে অন্য রাজ্য থেকে আসবে না, তা নিশ্চিত জানার পরেও শাহ কেন ‘ভূমিপুত্র’ শব্দে সেদিন জোর দিয়েছিলেন, তা রহস্যজনক৷ অনেকেই এর মধ্যে কোনও কৌশল আছে বলে মনে করছেন৷

সকলেরই জানা মাঝে একবার বিজেপির বঙ্গ- মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর নামও উঠেছিলো৷ যদিও তিনি তীব্র ভাষায় এই প্রচারের প্রতিবাদ করে জানিয়েছিলেন, কোনও প্রকৃত সন্ন্যাসী এ ধরনের পদের জন্য লালায়িত হতে পারেন না৷ জল্পনা এখনও পুরোদস্তুর বহাল৷ বিষয়টি নিয়ে প্রতিদিনই চর্চা চলছে৷

তার মাঝেই দিলীপ ঘোষ পাঁচ মুখ্যমন্ত্রী তৈরি আছেন বলে জানিয়ে দিলেন৷ পাঁচজনের কথা বললেও দিলীপ ঘোষ তাঁর টুইটে পাঁচ জনের নাম জানাননি৷ তবে রাজনৈতিক মহলের ধারনা, ওই পাঁচজনের একজন নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ নিজে৷

আরও পড়ুন- ২ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে চলবে লোকাল

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version