Monday, May 19, 2025

একুশের বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক- বিরোধী, দু’পক্ষই নেমে পড়েছে ময়দানে৷
আর তার মাঝেই বোমা ফাটিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, “এরাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ à§« জন”।

টুইট করে নিজেই একথা বললেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।”

বিজেপি-বিরোধী শিবির দীর্ঘদিন ধরেই বলে চলেছে, ক্ষমতায় এলে কে হবেন গেরুয়া-মুখ্যমন্ত্রী? তেমন মুখ কোথায়? এবার এই প্রচারের জবাব দিলেন বঙ্গ- বিজেপির সভাপতি৷

বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। কখনও ভাসছে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নাম, কখনও উঠছে সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা তৃণমূল নেতার নাম৷ এ ছাড়া বিজেপির রাজ্যের শীর্ষস্তরের দু-একজন নেতার নামও কখনও কখনও উঠে এসেছে৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই জল্পনার শরিক হয়ে বলেছিলেন, “দু’জন নয়, তালিকা আরও দীর্ঘ।” এরপর জল্পনা আরও তীব্র হয়েছে৷ অমিত শাহ আগে একবার বলেছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলা ভূমিপুত্রই।” এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে অন্য রাজ্য থেকে আসবে না, তা নিশ্চিত জানার পরেও শাহ কেন ‘ভূমিপুত্র’ শব্দে সেদিন জোর দিয়েছিলেন, তা রহস্যজনক৷ অনেকেই এর মধ্যে কোনও কৌশল আছে বলে মনে করছেন৷

সকলেরই জানা মাঝে একবার বিজেপির বঙ্গ- মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর নামও উঠেছিলো৷ যদিও তিনি তীব্র ভাষায় এই প্রচারের প্রতিবাদ করে জানিয়েছিলেন, কোনও প্রকৃত সন্ন্যাসী এ ধরনের পদের জন্য লালায়িত হতে পারেন না৷ জল্পনা এখনও পুরোদস্তুর বহাল৷ বিষয়টি নিয়ে প্রতিদিনই চর্চা চলছে৷

তার মাঝেই দিলীপ ঘোষ পাঁচ মুখ্যমন্ত্রী তৈরি আছেন বলে জানিয়ে দিলেন৷ পাঁচজনের কথা বললেও দিলীপ ঘোষ তাঁর টুইটে পাঁচ জনের নাম জানাননি৷ তবে রাজনৈতিক মহলের ধারনা, ওই পাঁচজনের একজন নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ নিজে৷

আরও পড়ুন- ২ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে চলবে লোকাল

Related articles

স্বল্প সঞ্চয়ে সেরার শিরোপা হুগলির, লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ আদায়

স্বল্প সঞ্চয় প্রকল্পে আবারও নজরকাড়া সাফল্য বাংলার। যদিও কেন্দ্র এখনও ২০২৪-২৫ অর্থবর্ষের চূড়ান্ত রাজ্যভিত্তিক তালিকা প্রকাশ করেনি, তবে...

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন বাবা-মা, দুশ্চিন্তার কথা জানালেন মইন আলি

আইপএল(IPL) ফের শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর ফেরেননি। তাদের মধ্যেই একজন ইংল্যন্ডের মইন আলি(Moeen Ali)। কলকাতা নাইট...

দার্জিলিং টি ব্র্যান্ডিং-এর প্রস্তাব: রুদ্রের দায়িত্ব কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নানা স্বাদের চা তৈরির পরামর্শ

দার্জিলিং টি নিয়ে নতুন শিল্প ভাবনা। সোমবার, উত্তরের শিল্প সম্মেলনে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং-এৎ প্রস্তাব দিলেন লক্ষ্মী টি'র কর্ণধার...

ভারত কোনও ধর্মশালা নয়! শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু মামলা খারিজ করে কড়া বার্তা শীর্ষ আদালতের 

বিদেশি শরণার্থী ইস্যুতে শ্রীলঙ্কার এক তামিল নাগরিকের আবেদন খারিজ করে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি দীপঙ্কর...
Exit mobile version