Friday, November 28, 2025

একমাসে তৃণমূল উঠে যাবে: কটাক্ষ দিলীপের, বিজেপি পাইকারি দল: পাল্টা ফিরহাদের

Date:

Share post:

এখন জল গরম হয়নি। বাজেনি নির্বাচনের দামামা। তার আগেই একে অপরকে নিশানা করে ময়দানে নেমে পড়েছে যুযুধান দুই পক্ষ শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি। বাকযুদ্ধে একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ, কটাক্ষ-পাল্টা কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আজ, শনিবার মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, “ক্ষমতায় থাকাকালীন যে পার্টি থেকে সাংসদ চলে যায়, বিধায়ক চলে যায়, মন্ত্রী চলে যায়, নেতা চলে যায়, সে পার্টির আছে টা কি! একমাস পরে দেখবেন তৃণমূল পার্টি বলেই কিছু থাকবে না”।

আরও পড়ুন : বিধায়ক থেকেই বিজেপিতে যোগ মিহির গোস্বামীর

মিহির গোস্বামীর দলে যোগদান প্রসঙ্গে এদিন সকালে বলেন, “শুরু হয়েছে। আমরা আগেই বলেছিলাম অনেকে বিধায়ক আছেন যাঁরা জয়েন করবেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও এমএলএ এমপি আসবেন বিজেপিতে। মাসখানেকের মধ্যে আরও অনেক ঘটনা ঘটবে”।

অন্যদিকে, দিলীপ ঘোষেকে পাল্টা দেন ফিরহাদ হাকিম। তিনি বিজেপিকে ”পাইকারি দল” বলে কটাক্ষ করেন। ”একমাস পরে দেখবেন তৃণমূল পার্টি বলে কিছু থাকবে না”। দিলীপ ঘোষের এই বক্তব্যকে সমালোচনা করে ফিরহাদ বলেন ”দিলীপবাবু স্বপ্ন দেখছেন, তাঁর স্বপ্ন কখনও পূরণ হবে না”।

আরও পড়ুন : একই দিনে পরপর পদত্যাগ পত্র, এইচডিএ-এর চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা শুভেন্দুর

এখানেই থেমে থাকেননি মন্ত্রী। সুর চড়িয়ে তিনি দিলীপ ঘোষের দল বিজেপিকে ”ইমপোর্টেড পার্টি” বলে কটাক্ষ করেন। এদিন ফিরহাদ বলেন ”তৃণমূল মানুষের দল, মানুষের আন্দোলনের দল, সেই দলকে ফেলা যায় না। ঝালমুড়ির মত তৃণমূল থেকে নেওয়া লোককে নিয়ে বিজেপি বাংলায় কিছু করতে পারবে না। যে দলের কোনও নীতি আদর্শ নেই, সেই দলের উপরে মানুষ ভরসা করে না। অমিত শাহ আর মোদির দলকে বাংলার মানুষ কখনও গ্রহণ করবেন না। বাংলার মানুষ দাঙ্গার রাজনীতিকে বিশ্বাস করে না। তাঁরা শান্তি ও প্রগতির আদর্শকে বিশ্বাস করে। তাই বাংলায় তৃণমূল ছিল, আছে, থাকবে”।

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...