পাইপ মেরামতের জন্য শনিবার সকাল থেকে জল সরবরাহ বন্ধ উত্তর ও মধ্য কলকাতায়

শনিবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। নীলমণি মিত্র রোডে জলের পাইপ ফেটে যায় গত রবিবার। জল মগ্ন হয়ে যায় ওই এলাকা এবং জল ঢুকে পড়েছিল আরজিকর হাসপাতালেও। তখন পোর্টেবল পাম্প চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপরই জানানো হয়েছিল এই পাইপ মেরামতির কাজ হবে শনিবার এবং তার জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ডে সকাল থেকে কলকাতা-সহ ৩০ জায়গায় শুরু সিবিআই তল্লাশি

পুরসভা সূত্রে খবর, উত্তর এবং মধ্য কলকাতায় টালা ট্যাঙ্কের উপর নির্ভরশীল অংশটি এই সময়ে জল পাবে না। তবে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হবে। ফলে দক্ষিণ কলকাতায় জলের সরবরাহের কোনও সমস্যা হবেনা।

আরও পড়ুন : রাতের কলকাতায় বেপরোয়া বাইক রেস, সংঘর্ষে মালাইচাকি ভাঙলো উবের বাইক চালকের

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, আর জি কর হাসপাতালের কাছে একটা বড়সড় লিক হয়েছে। আগেও ছিল। সেটাও সাময়িকভাবে মেরামতি করা হয়েছিল। তবে স্থানীয় ভাবে বিষয়টির সমাধানের জন্য নির্দিষ্ট অঞ্চলে জল পরিষেবা বন্ধ থাকবে। পাইপটিতে সিবিআর লিকেজ হয়েছে। এর জন্য শুধু উত্তর কলকাতাতেই সমস্যা হতে পারে।

Previous articleবেস ফেয়ার থেকে সর্বোচ্চ দেড়গুণ, অ্যাপ-ক্যাবে সার্জ ফেয়ার বেঁধে দিল কেন্দ্র
Next articleপাহাড়ে রাজনীতির ময়দানেও ঘন কুয়াশা, গোর্খাল্যান্ডের নামে নিত্যনতুন দল