Monday, May 5, 2025

একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। অন্যান্য প্রথম সারির দলগুলির পাশাপাশি বাংলা এবার কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন'(মিম)। ডিসেম্বরের শেষ সপ্তাহে মিমের শীর্ষ নেতা আসাদুদ্দিন ওয়েইসিকে মুর্শিদাবাদের সভা করানোর প্রস্তুতি নিচ্ছিল রাজ্যের মিম সংগঠন। তবে সেই সভা করার অনুমতি দিলো না রাজ্য প্রশাসন।

শনিবার দুপুরে মুর্শিদাবাদের সাগর দিঘিতে ইন্ডোর সভা করে যোগদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল মিমের রাজ্য নেতৃত্ব। এই খবর প্রশাসনের কানে পৌঁছতেই শুক্রবার রাতে মিমের জেলার নেতৃত্বকে তলব করে স্থানীয় থানা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় অনুমতি ছাড়া সভা করলেন কড়া পদক্ষেপ নেবে পুলিশ। এরপর বাধ্য হয়েই ওই সভা স্থগিত করে মিম নেতৃত্ব। এ প্রসঙ্গে স্থানীয় এক মিম নেতা জানান, আমরা তো ইন্ডোর কর্মসূচির জন্য সভা করতে চেয়েছিলাম। তার জন্য আবার অনুমতি লাগে নাকি! তাই স্থানীয় পুলিশকে কিছু জানাইনি। তবে পুলিশ সে অনুমতি দিল না। পাশাপাশি এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে, শুধু মিম নয় ওইখানে কাউকেই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যে দাঁত ফোটাতে শুরু করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। সম্প্রতি বিহার নির্বাচনে পাঁচটি আসন দখল করার পর, মিমের নজর এখন বাংলা। জানা গিয়েছে, সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের মোট ১৮ টি আসনে এবার প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিম। সেই উপলক্ষেই বাংলার একাধিক জেলায় সভা করার প্রস্তুতি শুরু করেছে আসাদউদ্দিনের দল।

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version