Tuesday, May 6, 2025

নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

Date:

নাগাল্যান্ডে মাটির তলা থেকে “হীরে” উদ্ধার ঘিরে গতকাল, শনিবার হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার সমুদ্র থেকে মিলছে “সোনা’’। ঘটনা পূর্ব গোদাবরীর তীরের। সমুদ্র তীরে এমন ‘‘সোনা” মেলার খবরে উত্তাল অন্ধ্রপ্রদেশ।

জানা গিয়েছে, ”নিভার” ঘূর্ণীঝড়ের পর জলের স্তর নামতেই জলের মধ্যে ‘সোনা’র সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। চিকচিকে এই ধাতু চোখে পড়তেই, তা কুড়োতে মানুষজন ভিড় জমিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে। তবে তা আদতে সোনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে প্রত্যেকবারই পাওয়া যায় মূল্যবান ধাতু, রত্ন। আগেও এরকম ঘটনা ঘটেছে। আসলে প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর জলের সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে।

জানা গিয়েছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব গোদাবরীর তীরে খোঁজ মিলেছে হলুদ রঙের এক ধাতুর। যদিও ওই ধাতু আদতে সোনা কিনা তা বোঝা যাচ্ছে না।

Related articles

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...
Exit mobile version