Monday, November 17, 2025

আর এজেন্সি নয়, সরাসরি নবান্ন থেকে বেতন পাবেন রাজ্যের ঠিকা কর্মীরা

Date:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর আনল সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তর নিগাম পর্ষদ এবং কেন্দ্র বা রাজ্যের মেয়াদী প্রকল্পের তথ্যপ্রযুক্তি কর্মীদের অর্থ দফতরের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। এতদিন এই সমস্ত কর্মীরা এজেন্সি বা নিয়োগ সংস্থা থেকে নিজেদের বেতন পেতেন। এবার সরাসরি সরকারি খাতায় উঠতে চলেছে তাঁদের নাম। প্রাক নির্বাচন মুহূর্তে যা নিশ্চিতভাবেই রাজ্যে সরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর।

অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এরপর সম্প্রতি অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীকে তাদের জীবনপঞ্জি নবান্নে পাঠানোর জন্য। এতদিন চুক্তিভিত্তিক কর্মীদের কিছু অংশ সরাসরি সরকারের কাছ থেকে বেতন পেলেও অধিকাংশ কর্মী নিয়োগ করা হয়েছে এজেন্সির মাধ্যমে। আর এই তথ্য প্রযুক্তি কর্মীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তারা সকলেই সরকারের কাছ থেকে বেতন তো পাবেনই, পরবর্তীকালে চাকরি পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে আপাতত সরকার তাদের চুক্তি মাফিক বেতন দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:মদনের ‘প্যাক আপ’ পোস্টে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন

পাশাপাশি এই সিদ্ধান্তের অর্থ দপ্তরের আধিকারিকদের অনুমান, সরকারের এহেন উদ্যোগে রাজ্যের কোষাগারের ব্যয় অনেকখানি কমে যাবে। বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দিতে হয় তার একটা অংশ নিয়োগ সংস্থা কেটে নেয়। সরকার যদি সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন দেয় সে ক্ষেত্রে এজেন্সি পরিষেবার টাকা আর ব্যয় করতে হবে না। বর্তমানে এই টাকার পরিমাণ বেতনের ৫ থেকে ১০ শতাংশ। আগামী দিনে এই অর্থ কর্মীদের বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version