Monday, May 5, 2025

একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। অন্যান্য প্রথম সারির দলগুলির পাশাপাশি বাংলা এবার কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন'(মিম)। ডিসেম্বরের শেষ সপ্তাহে মিমের শীর্ষ নেতা আসাদুদ্দিন ওয়েইসিকে মুর্শিদাবাদের সভা করানোর প্রস্তুতি নিচ্ছিল রাজ্যের মিম সংগঠন। তবে সেই সভা করার অনুমতি দিলো না রাজ্য প্রশাসন।

শনিবার দুপুরে মুর্শিদাবাদের সাগর দিঘিতে ইন্ডোর সভা করে যোগদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল মিমের রাজ্য নেতৃত্ব। এই খবর প্রশাসনের কানে পৌঁছতেই শুক্রবার রাতে মিমের জেলার নেতৃত্বকে তলব করে স্থানীয় থানা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় অনুমতি ছাড়া সভা করলেন কড়া পদক্ষেপ নেবে পুলিশ। এরপর বাধ্য হয়েই ওই সভা স্থগিত করে মিম নেতৃত্ব। এ প্রসঙ্গে স্থানীয় এক মিম নেতা জানান, আমরা তো ইন্ডোর কর্মসূচির জন্য সভা করতে চেয়েছিলাম। তার জন্য আবার অনুমতি লাগে নাকি! তাই স্থানীয় পুলিশকে কিছু জানাইনি। তবে পুলিশ সে অনুমতি দিল না। পাশাপাশি এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে, শুধু মিম নয় ওইখানে কাউকেই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যে দাঁত ফোটাতে শুরু করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। সম্প্রতি বিহার নির্বাচনে পাঁচটি আসন দখল করার পর, মিমের নজর এখন বাংলা। জানা গিয়েছে, সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের মোট ১৮ টি আসনে এবার প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিম। সেই উপলক্ষেই বাংলার একাধিক জেলায় সভা করার প্রস্তুতি শুরু করেছে আসাদউদ্দিনের দল।

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version