Tuesday, May 6, 2025

আর এজেন্সি নয়, সরাসরি নবান্ন থেকে বেতন পাবেন রাজ্যের ঠিকা কর্মীরা

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর আনল সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তর নিগাম পর্ষদ এবং কেন্দ্র বা রাজ্যের মেয়াদী প্রকল্পের তথ্যপ্রযুক্তি কর্মীদের অর্থ দফতরের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। এতদিন এই সমস্ত কর্মীরা এজেন্সি বা নিয়োগ সংস্থা থেকে নিজেদের বেতন পেতেন। এবার সরাসরি সরকারি খাতায় উঠতে চলেছে তাঁদের নাম। প্রাক নির্বাচন মুহূর্তে যা নিশ্চিতভাবেই রাজ্যে সরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর।

অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এরপর সম্প্রতি অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীকে তাদের জীবনপঞ্জি নবান্নে পাঠানোর জন্য। এতদিন চুক্তিভিত্তিক কর্মীদের কিছু অংশ সরাসরি সরকারের কাছ থেকে বেতন পেলেও অধিকাংশ কর্মী নিয়োগ করা হয়েছে এজেন্সির মাধ্যমে। আর এই তথ্য প্রযুক্তি কর্মীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তারা সকলেই সরকারের কাছ থেকে বেতন তো পাবেনই, পরবর্তীকালে চাকরি পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে আপাতত সরকার তাদের চুক্তি মাফিক বেতন দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:মদনের ‘প্যাক আপ’ পোস্টে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন

পাশাপাশি এই সিদ্ধান্তের অর্থ দপ্তরের আধিকারিকদের অনুমান, সরকারের এহেন উদ্যোগে রাজ্যের কোষাগারের ব্যয় অনেকখানি কমে যাবে। বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দিতে হয় তার একটা অংশ নিয়োগ সংস্থা কেটে নেয়। সরকার যদি সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন দেয় সে ক্ষেত্রে এজেন্সি পরিষেবার টাকা আর ব্যয় করতে হবে না। বর্তমানে এই টাকার পরিমাণ বেতনের ৫ থেকে ১০ শতাংশ। আগামী দিনে এই অর্থ কর্মীদের বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

spot_img

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...