Sunday, November 9, 2025

‘কৃষকরা পাকিস্তানি নয়, ওদের কথা শুনুন’, মোদি সরকারকে তোপ আন্না হাজারের

Date:

কৃষিবিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। নয়া ওই আইনের বিরুদ্ধে চলছে কৃষক আন্দোলন। সম্প্রতি এই আন্দোলন থামাতে সরকারের তরফে আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল কৃষকদের কাছে। সঙ্গে শর্ত দেওয়া হয়েছিল তুলে নিতে হবে বিক্ষোভ। তবে অমিত শাহের এই শর্তে রাজি হননি কৃষকরা। এহেন অবস্থায় দিল্লি-হরিয়ানা সিন্ধু বর্ডারে জারি রয়েছে কৃষকদের ধর্না প্রদর্শন। এমন পরিস্থিতির মাঝেই এবার কৃষকদের পাশে এসে দাঁড়ালেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে।

কৃষক আন্দোলনের মাঝেই রবিবার আন্না হাজারে বলেন, তিনি কৃষকদের এই আন্দোলন সম্পূর্ণরূপে সমর্থন করছেন। তাঁর কথায়, ‘কৃষক ও সরকারের পরিস্থিতি বর্তমানে ভারত-পাকিস্তানের মত অবস্থায়। ভোট চাওয়ার সময় নেতারা যেভাবে কৃষকের বাড়িতে ভোট ভিক্ষা করেন আজও তেমন ভাবে তাদের কৃষক সমস্যার কথা শোনা উচিত।’ পাশাপাশি আন্না হাজারে আরও বলেন, ‘কৃষকরা আজ অহিংসার পথে আন্দোলন করছে, কাল যদি হিংসার পথে নামে তবে তার দায় কে নেবে? কৃষকরা পাকিস্তানি নয়, সরকার ওদের সঙ্গে কথা বলুক।’

আরও পড়ুন:শুভেন্দু অধিকারীর সরকারি নিরাপত্তা প্রত্যাহার করছে না রাজ্য

একইসঙ্গে এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সরব হয়ে ওঠেন আন্না হাজারে। তিনি বলেন, ‘এটা দেশের দুর্ভাগ্য যে কৃষকরা এতদিন ধরে আন্দোলন করছে। এসমস্ত কৃষকরা আন্দোলন করছেন তারা পাকিস্তানের নন আমাদের দেশের। নির্বাচনের সময় আপনারাই ভোট চাইতে ওনাদের ক্ষেত এবং বাড়িতে গিয়েছিলেন। এখন কৃষকদের সমস্যার সমাধান করুন।’ প্রবীণ ওই সমাজকর্মী আরও বলেন, কৃষকদের ওপর ঠান্ডা জল কামান ব্যবহার করা হচ্ছে। কৃষকরা দেশের শত্রু নয়, ফলে তাদের সঙ্গে আলোচনায় বসে তাদের অভাব-অভিযোগের কথা শুনে সমস্যার সমাধান করা উচিত সরকারের।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version