Thursday, August 21, 2025

যোগীকে সঙ্গে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

বারাণসী–প্রয়াগরাজ হাইওয়ে প্রকল্পের সূচনা উপলক্ষে সোমবার একদিনের বারাণসী সফরে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির মাঝে এই প্রথমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এসেছেন প্রধানমন্ত্রী। এখানে হাইওয়ে প্রকল্পের সূচনা করার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন দেশের নরেন্দ্র মোদি। পাশাপাশি দর্শন করলেন বারাণসী গঙ্গাতীরের দীপাবলির আলোকসজ্জা।

আরও পড়ুন:কৃষক বিক্ষোভে সংহতি, লাগাতার প্রচার শুরু কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির

সোমবার বারাণসীতে সড়ক উদ্বোধনের পর গঙ্গাবক্ষে ক্রুজ বিহার করে ডোমারি ঘাট থেকে ললিতা ঘটে যান নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে যোগী আদিত্যনাথ এর সঙ্গে তিনি পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে। চারজন পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন তিনি। দর্শন করেন মহাদেবের আরতী। এরপর বেশ কিছুক্ষণ মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এই মন্দিরের পার্শ্ববর্তী প্রায় ৫০ বর্গমিটার এলাকার সৌন্দর্যায়নের কাজ শুরু করেছেন উত্তরপ্রদেশ সরকার। এরপর সেখান থেকে বারাণসী গঙ্গাতীরে দেব দীপাবলি দর্শন করেন প্রধানমন্ত্রী। জানান, ‘এই দেব দীপাবলি অনুষ্ঠানে আমি সেই সকল মানুষকে শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান করেছেন।’ যোগীকে সঙ্গে নিয়ে দেব দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে ‘লেজার শো’ চাক্ষুষ করেন তিনি।

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version