চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। এই চন্দ্রগ্রহণটি বৃষ এবং রোহিনী নক্ষত্রমণ্ডলে হতে চলেছে। পঞ্জিকা মতে, চন্দ্রগ্রহণের সময় ৩০ নভেম্বর দুপুর ১ টা বেজে ২ মিনিট শুরু হচ্ছে যা শেষ হবে বিকেল ৫ টা বেজে ২৩ মিনিটের মধ্যে। আমেরিকা, প্রশান্ত মহাসাগর, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।