Thursday, January 15, 2026

শুভেন্দু’র পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়াচ্ছে: মহম্মদ কামরুজ্জমান

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও জল্পনা চলছে, শুভেন্দু অধিকারী কি তৃণমূল ত্যাগ করবেন ? তিনি কি যোগ দেবেন বিজেপিতে ?
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা দীর্ঘদিন ধরেই চালু আছে৷ যদিও এখনও পর্যন্ত তিনি নিজে এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি৷

এই পরিস্থিতিতে এ বিষয়ে স্পষ্টবার্তা দিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জমান৷ তিনি বলেছেন, “রাজ্যের শাসকদলের এই দাপুটে নেতার এ ধরনের পদক্ষেপ ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে৷

রাজ্যের মুসলিম ছাত্র-যুব আন্দোলনের প্রভাবশালী নেতা কামরুজ্জমান বলেছেন, “মন্ত্রীর পদ থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির কাছে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে৷ দেশের গণতন্ত্রপ্রেমী এবং ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী জনগণ এ ধরনের ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা তথা বিশ্বাস হারাচ্ছেন।”একই সঙ্গে তিনি বলেছেন, “শুভেন্দুর সঙ্গে বিবাদ-বিরোধ তাঁর নিজের দলের কিছু নেতার সঙ্গে৷ দলের অভ্যন্তরে দু’পক্ষ বসে তা মিটিয়ে নিতে পারেন৷ এই ঐক্যস্থাপনের পথে দু’তরফকেই প্রয়োজনে কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে৷ তা অসম্ভব কিছু কাজ নয়৷ সেই পথে না হেঁটে দু’পক্ষই অনড় থাকলে ধর্মনিরপেক্ষ শক্তিই দুর্বল হবে৷ তাতে বিপদ গোটা রাজ্যের৷” কামরুজ্জমান বলেছেন,
“এরপর শুভেন্দু অধিকারী যদি সাম্প্রদায়িক কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর মুসলিম অনুগামীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। ক্ষতিগ্রস্ত হবে বাংলার ধর্মনিরপেক্ষ আন্দোলন৷ আশা করব লড়াকু এই নেতা সে পথে হেঁটে নিজের ভাবমূর্তির প্রতি অবিচার করবেন না।”

আরও পড়ুন-বাংলাদেশ সীমান্তে মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

spot_img

Related articles

জালনোট-আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩

অস্ত্র পাচার রোধে বড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশের। বুধবার রাতে জাল নোট, কার্তুজ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে...

উদ্ভাবন ও সমন্বয়ের মধ্য দিয়ে ভারতের উত্থান নিশ্চিত করছে স্টার্টআপ সংস্থাগুলি

পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ দেশজুড়ে এক সমন্বিত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলেছে, যেখানে যুব...

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায়...

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা...