Wednesday, December 24, 2025

শুভেন্দু’র পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়াচ্ছে: মহম্মদ কামরুজ্জমান

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও জল্পনা চলছে, শুভেন্দু অধিকারী কি তৃণমূল ত্যাগ করবেন ? তিনি কি যোগ দেবেন বিজেপিতে ?
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা দীর্ঘদিন ধরেই চালু আছে৷ যদিও এখনও পর্যন্ত তিনি নিজে এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি৷

এই পরিস্থিতিতে এ বিষয়ে স্পষ্টবার্তা দিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জমান৷ তিনি বলেছেন, “রাজ্যের শাসকদলের এই দাপুটে নেতার এ ধরনের পদক্ষেপ ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে৷

রাজ্যের মুসলিম ছাত্র-যুব আন্দোলনের প্রভাবশালী নেতা কামরুজ্জমান বলেছেন, “মন্ত্রীর পদ থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির কাছে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে৷ দেশের গণতন্ত্রপ্রেমী এবং ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী জনগণ এ ধরনের ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা তথা বিশ্বাস হারাচ্ছেন।”একই সঙ্গে তিনি বলেছেন, “শুভেন্দুর সঙ্গে বিবাদ-বিরোধ তাঁর নিজের দলের কিছু নেতার সঙ্গে৷ দলের অভ্যন্তরে দু’পক্ষ বসে তা মিটিয়ে নিতে পারেন৷ এই ঐক্যস্থাপনের পথে দু’তরফকেই প্রয়োজনে কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে৷ তা অসম্ভব কিছু কাজ নয়৷ সেই পথে না হেঁটে দু’পক্ষই অনড় থাকলে ধর্মনিরপেক্ষ শক্তিই দুর্বল হবে৷ তাতে বিপদ গোটা রাজ্যের৷” কামরুজ্জমান বলেছেন,
“এরপর শুভেন্দু অধিকারী যদি সাম্প্রদায়িক কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর মুসলিম অনুগামীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। ক্ষতিগ্রস্ত হবে বাংলার ধর্মনিরপেক্ষ আন্দোলন৷ আশা করব লড়াকু এই নেতা সে পথে হেঁটে নিজের ভাবমূর্তির প্রতি অবিচার করবেন না।”

আরও পড়ুন-বাংলাদেশ সীমান্তে মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...