Saturday, August 23, 2025

সফর শেষ : ৩১ দফা ক্ষোভ-অভিযোগ রাজ্যপালের, বিজেপির হয়ে মাঠে নামতে বললেন তৃণমূল নেতারা

Date:

Share post:

কিশোর সাহা

তিনি উত্তরবঙ্গে এসেছেন প্রায় এক মাস হয়ে গিয়েছে। ৩০ দিনের সফর শেষে দার্জিলিঙের রাজভবনে বসে প্রায় ৩১ দফা ক্ষোভ-অভিযোগ উগরে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। দীর্ঘ প্রেস কনফারেন্স করলেন। তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। তার পরেই রাজ্যপালের ভূমিকা নিয়ে রাজ্যের নিরপেক্ষ জনতার তরফে কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেন। কেউ আবার ব্যাঙ্গোক্তি করলেন। কিন্তু, বিজেপির পক্ষ থেকে রাজ্যপালের দরাজ প্রশংসা করা হল। তাতেই অনেকে মনে করছেন, রাজ্যপাল উত্তরবঙ্গে এক মাস ধরে কেন ছিলেন তা এবার আরও স্পষ্ট হয়ে গেল।

রাজ্যপালের প্রেস কনফারেন্সে ছত্রে ছত্রে অভিযোগ। কখনও রাজ্যে উদ্ধত আচরণের প্রবণতা বাড়ছে। সরকারি অফিসার-কর্মীদের মধ্যে রাজনৈতিক আনুগত্য মাত্রাছাড়া বলেও অভিযোগ করেছেন তিনি। পাহাড়ে ফের গোলমালের আশঙ্কাও করেছেন তিনি। জিটিএতে অডিট হয়নি বলেও ফের অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে রাজ্যে যেন আইনশৃঙ্খলা নেই, গণতান্ত্রিক পরিবেশ নেই, চা, পর্যটন সহ সব নিয়েই আক্ষেপ করেছেন রাজ্যপাল। রাজ্যে বিরোধীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে রাজ্যপালই অভিযোগ করেছেন। এমনকী, বিরোধীদের মিটিং মিছিল করতে অনুমতি মেলে না বলে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আয়ুস্মান ভারত প্রকল্পের সুবিধা রাজ্য নেয়নি কেন সে কথাও ফের বলেছেন তিনি। রাজ্যে আগামী বিধানসভা ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার করার পক্ষেও সওয়াল করেছেন তিনি।

সব মিলিয়ে রাজ্যপাল রাজ্যের তৃণমূল সরকারকে যে তুলোধোনা করতে চেয়েছেন তা বুঝতে অনেকেরই অসুবিধে হচ্ছে না। ফলে, রাজ্যপাল নির্দিষ্ট কোনও দলের হয়ে এক মাস ধরে প্রচার করেছেন কি না সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। উল্লেখ্য, তৃণমূলের উত্তরবঙ্গের অনেক নেতাই রাজ্যপালকে পদ থেকে সরে সরাসরি বিজেপির হয়ে মাঠে নামার অনুরোধ করেছেন।

আরও পড়ুন-প্যাক আপ বিতর্কের পর ফের বেসুরো মদন মিত্র

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...