তৃণমূলে যোগ দিলেন বিজেপির আদিবাসী প্রার্থী লিওস কুজুর

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। তার আগে যুযুধান দুই পক্ষ তৃণমূল-বিজেপি একে অপরের ঘরে হানা দিচ্ছে। চলছে দল বদলের পর্ব। আজ, মঙ্গলবার ফের একবার দলবদলে চমক দিলো রাজ্যের শাসক দল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আদিবাদী নেতা তথা ২০১৬ সালে বিজেপির পদ্ম প্রতীকে বিধানসভা নির্বাচনে লড়াই করা আদিবাসী প্রার্থী লিওস কুজুর। এদিন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের হাত ধরে ঘাসশিবিরে যোগ দিলেন আদিবাসীদের প্রতিনিধি লিওস কুজুর।

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক ২০১৬ সালে আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়ানো লিওস কুজুর। তাঁর দাবি, উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন সময়ে বিজেপির উপর বিশ্বাস করেছিল। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। এখন তরাই-ডুয়ার্স থেকে শুরু করে পাহাড়-চা বাগান সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছে। একুশের নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৪০টির বেশি আসনে জিতবে তৃণমূল।

আরও পড়ুন : “দুয়ারে দুয়ারে” প্রকল্পের শুভ সূচনা, জনগণের দরবারে রাজ্যের মন্ত্রী

লিওস কুজুরের দাবি, আদিবাসী, তপশিলি জাতি-উপজাতি, রাজবংশীদের জন্য অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাই আদিবাসী সমাজ মমতার সঙ্গেই থাকবে।

Previous articleওয়ার্নারকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের, সিরিজ থেকে ছিটকে গেলেন অজি এই ক্রিকেটার
Next articleবিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গম্ভীর