Wednesday, December 17, 2025

রাজ্যপালকে “দেশলাই কাঠি”, দিলীপকে “গুন্ডা” বলে কটাক্ষ কাকলির

Date:

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্যের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন বারাসতের সংসদ। সুর চড়িয়ে বলেন, রাজ্যপাল দেশলাই কাঠি আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা।

রাজ্যপাল জাগদীপ ধনকার এর ভূমিকায় অসন্তুষ্ট কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, রাজ্যপাল এখনও কেন বিজেপিতে যোগদান করছেন না? তিনি তো বিজেপির মুখপাত্র হয়েই কথা বলছেন। শুধু তাই নয়, রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যে আগুন লাগাতে চাইছেন। আসলে তিনি বিজেপির হয়ে দেশলাই কাঠির মত কাজ করছেন। ধনকরেড় একতরফা বক্তব্য প্রমাণ করছে, আসলে তিনি রাজ্যপাল নন, রাজ্যপালের নামে বিজেপির প্রতিনিধি। শুধু তাই নয়, বর্তমান রাজ্যপাল রাজ্যে আগুন লাগাতে চাইছেন। এবং তিনি বিজেপির হয়ে দেশলাই কাঠির ভূমিকা নিয়েছেন। অভিযোগ কাকলির।

এখানেই থেমে থাকেননি কাকলি। বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, উনি কে, তাঁকে তো কেউ চেনেন না। উনি নিজেকে গুন্ডা বলছেন। গুন্ডামি করবেন বলছেন। বাংলার মানুষ কোনও গুন্ডাকে প্রশ্রয় দেবে না। সময় মতো মানুষ জবাব দেবেন। উনি তো বাংলার কৃষ্টি-সংস্কৃতি বোঝেন না। বাংলা ভাষাতে কথা বলতে পারেন না। কী বলছেন, কেন বলছেন নিজেই জানেন না! আসলে উনি গুন্ডা, আর গুন্ডাদের ভাষাতেই কথা বলছেন।

শুধু রাজ্যপাল বা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নয়, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই সরব হলেন কাকলিদেবী।আমফান ত্রাণে ”দুর্নীতি” নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর ফের অনুদান ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূলও। সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, ”মাঝে মাঝে ছেলে ভোলানোর মতো রাজ্যকে এক হাজার কিংবা দু’হাজার কোটি টাকা দেওয়া হয়। আর কেন্দ্রের তরফে প্রচার করা হয়, পশ্চিমবঙ্গকে কত টাকা দিলাম! প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কোথা থেকে আসে, কোথায় যায়? এই অস্বচ্ছতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। এই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের নয়। জিএসটি বাবদ করও রাজ্যগুলি সংগ্রহ করে দেয়।”

আরও পড়ুন- বালুরঘাটে বন্ধ ওষুধের দোকানে আগুন, ক্ষতি দশ লক্ষাধিক টাকার

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version