বুধবার ক্যানবেরায় তৃতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। পরপর দু ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়েছে বিরাট কোহলিদের। বুধবার যাতে হোয়াইটওয়াশ না হতে হয়, সেই দিকে লক্ষ্য ভারতীয় দলের।

আরও পড়ুন : বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গম্ভীর
অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছিল বিরাটের নেতৃত্বে ভারতীয় দল। এরপর টানা ৯ মাস পর ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামে ব্লুজরা। অস্ট্রেলিয়ার কাছে তিনটি একদিনের ম্যাচের সিরিজে দুটিতে হেরে বসে আছে ভারত। যার ফলে চলতি বছরে একদিনের ক্রিকেটে টানা পাঁচ ম্যাচ হেরেছে ব্লুজরা। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। অস্ট্রেলিয়ান ব্যাটস ম্যানদের সামনে কার্যত দাড়াতেই পারেনি ভারতের বোলিং লাইন আপ। সহজেই আত্মসমর্পণ করেছে জসপ্রীত বুমরা, মহম্মদ সামিরা। বুধবারের ম্যাচে তাই ঘুরে দাড়াতে মরিয়া কোহলি ব্রিগেড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুধবার ক্যানবেরায় তৃতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে ভারত। তার আগে সতর্ক শ্রেয়স আইয়র। আগের দুটো ম্যাচে হারের শিক্ষা নিয়ে বুধবার মাঠে নামতে মরিয়া শ্রেয়স।
