Tuesday, May 20, 2025

অবশেষে বরফ গলার ইঙ্গিত ৷

রাজনৈতিক মহলকে বিস্মিত করে মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় à§· সূত্রের খবর, উত্তর কলকাতার এক বাড়িতে টানা দু’ঘন্টা তাঁরা বৈঠক করেন৷ বৈঠকে ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর৷

পরে সৌগত রায় এই বৈঠকের কথা স্বীকার করে বলেছেন, “দলেই থাকছেন শুভেন্দু৷ কোনও অবস্থাতেই দল ছাড়ছেন না,বিধায়ক পদেও ইস্তফাও দিচ্ছেন না৷ বৈঠক হয়েছে সৌহার্দ্যমূলক পরিবেশে৷” শুভেন্দুর সঙ্গে কথা চালিয়ে যাওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন প্রবীণ সাংসদকে সৌগত রায়কে৷
সৌগতবাবু রাতে বলেছেন, “বৈঠকের দরকার ছিলো, তাই এই বৈঠক৷ উত্তর কলকাতার এক বাড়িতে এই বৈঠক হয়েছে৷ সুন্দর আলোচনা হয়েছে৷ শুভেন্দুর অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই নেই৷ দল এতে আরও শক্তিশালী হবে৷ সব ভুলে এক হয়ে সবাই কাজ করবো৷ বাকিটা শুভেন্দু যা বলার বলবে৷
দু’ঘন্টার ওই আলোচনায় শুভেন্দু জানিয়েছেন, তিনি দলেই থাকছেন৷ কোনও অবস্থাতেই দল ছাড়ছেন না৷”
আজ পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু সোজা আসেন কলকাতায়৷অনেকের ধারনা হয়, শুভেন্দু বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেবেন আজই৷ কিন্তু তারপরেই কঠোর গোপনীয়তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানা ২ঘন্টা বৈঠক করেন শুভেন্দু ৷ তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে হাজির ছিলেন প্রশান্ত কিশোর, সাম্প্রতিক অতীতে যার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন শুভেন্দু একাধিকবার৷

বৈঠক নিয়ে এখনও মুখ খোলেননি শুভেন্দু ৷ যা বলছেন সবটাই সৌগত রায়৷ শুভেন্দু অধিকারী আগামীকাল বা পরশু কী বলেন, সেদিকেই এখন নজর রাখছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন- মাদার টেরেসার পর ফের বাংলা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে মমতা

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version