Thursday, August 21, 2025

শিলিগুড়িতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা করলেন রঞ্জন

Date:

শিলিগুড়ি শহরেও শুরু হয়ে গেল ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচির কাজ। মঙ্গলবার শিলিগুড়ি শহরে ওই কর্মসূচির সূচনা করেন পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর তথা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার ওরফে রাণা।

এদিন পুরসভার ৪ নম্বর বোরো অফিসে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ও ওয়ার্ডের কো অর্ডিনেটর রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা। কর্মসূচির সূচনা করে রঞ্জনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করার কথা। সেইমতো আজ থেকে রাজ্যের অন্যান্য জায়গার মতো এখানেও এই কর্মসূচি সূচনা হয়ে গেল। শিলিগুড়ি পুরসভার ৫টি বোরো অফিসের মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাসিন্দারা।

আরও পড়ুন : শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

এদিন এলাকার বাসিন্দাদের অনেকের সমস্যার কথা শোনেন রঞ্জনবাবু। তিনি জানান, সকলের বক্তব্য শুনে তা নোট করা হয়েছে। যে সব বিষয়ে বাসিন্দারা মতামত জানিয়েছেন তা নিয়ে পদক্ষেপ করা হবে। বাসিন্দাদের নানা সমস্যার কথা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন তাঁরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version