Friday, May 9, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে অব্যাহতি

Date:

Share post:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই প্রভাষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ নিয়ম বহির্ভূতভাবে অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি, হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রায় দুই বছর পর চাকরিতে যোগদানের অনুমতি পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার সাহা৷

আরও পড়ুন : অতিমারিতে বয়স বিবেচনা; একসঙ্গে দুই বিসিএস, নিয়োগ করা হবে দুই হাজারের বেশি চিকিৎসককে

রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এই তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি জানিয়েছেন, হাইকোর্টের রায় অনুযায়ী ওই শিক্ষককে চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে৷ আর অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে৷

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম৷ নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁদের৷ অধ্যাপক অনুপ কুমারকে যোগদান করতে না দেওয়া এবং তথ্যগত ভুল বা ঘাটতি কেন হল, তা জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে উপ-উপাচার্য(শিক্ষা) কে।

অধ্যাপক অনুপ কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, পিএইচডি সম্পন্ন হওয়ার আগেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে সহকারী অধ্যাপক পদে যোগদান করেছেন তিনি। এই অভিযোগে তাকে ২০১৮ সালের ২ অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছিল। গত ২৫ নভেম্বর, হাইকোর্ট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন৷

এই ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ কমিটির অন্য সদস্যরা ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ড হুমায়ুন কবির, অধ্যাপক সামসুজ্জামান খান৷ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তদন্ত প্রতিবেদনে অনুপ কুমার সাহার অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়৷ প্রতিবেদন অনুযায়ী তখন তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়৷ হাইকোর্টের রায়ে তাঁকে পুনরায় চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

spot_img

Related articles

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত আজ 

ভারত -পাকিস্তান সংঘর্ষের আবহে জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কী হতে চলেছে আইপিএল-এর (IPL 2025) ভবিষ্যৎ, সিদ্ধান্ত...

রবি দুই দশমিক শূন্য : প্রেম আপডেট

দীপ্র ভট্টাচার্য২০২৫ সাল। সবাই এখন ইনস্টাগ্রাম, রিলস, টিন্ডার আর ব্লুটিকের জগতে বুঁদ হয়ে আছে। এমন সময় এক সকালে...

আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে জোড়াসাঁকো থেকে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি-কবিবন্দনা

আজ পঁচিশে বৈশাখ। বাঙালির গর্বের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস (Rabindranath Tagore birthday) উপলক্ষে রাজ্যজুড়ে কবিবন্দনা।...

মুখ্যমন্ত্রীর বার্তার প্রতিফলন!  সর্বদল বৈঠকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা তৃণমূলের

দেশের বর্তমান আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিল তৃণমূল কংগ্রেস।বৃহস্পতিবার...