Wednesday, May 7, 2025

যাত্রী বোঝাই বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো দুই পথচারীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন যাত্রী। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গত মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পুরনো মালদহ থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকার রাজ্য সড়কে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা।

এদিকে পথ দুর্ঘটনার পর ওই এলাকার গ্রামবাসীরা মহামায়া মন্দির সংলগ্ন মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক মদ্যপ অবস্থায় ছিল। এবং বেআইনিভাবে রোগীর বদলে প্রচুর যাত্রী নিয়ে অ্যাম্বুলেন্স বেপরোয়াভাবে চালাচ্ছিল। আর তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাইদুল সেখ (৩৫), রুপন সাহা (২২)। এদের বাড়ি মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোট পুর এবং কামাত পাড়া এলাকায়। বেপরোয়া অ্যাম্বুলেন্স এই দুই পথচারীকে ধাক্কা মেরে। এবং উল্টো দিক থেকে আসা একটি অটোকেও ধাক্কা মারে। দুই পথচারীকে ধাক্কা মারে তাতে দুজনের মৃত্যু হয়। এবং পাঁচ জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হবিবপুর থেকে পুরনো মালদহ শহরের উদ্দেশ্যেই অ্যাম্বুলেন্সে যাত্রী বোঝাই করে ওই চালক আসছিল। একটি অটো এবং কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে বলে অভিযোগ। মদ্যপ চালক বেপরোয়া গাড়ি চালানোয় গ্রামবাসীরা ধাওয়া করে। এরপরই হবিবপুর থেকে পুরনো মালদার মুচিয়া এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোকে সরাসরি ধাক্কা মারে। তার আগে ওই এলাকার দুই পথচারীকে বেপরোয়া অ্যাম্বুলেন্স ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। অ্যাম্বুলেন্স এবং অটোতে থাকা যাত্রীরা গুরুতর জখম হয়।

এই পথদুর্ঘটনায় মৃত সাইদুল শেখের দাদা আবু তালাহা জানিয়েছেন, দিনমজুরি করে তাদের সংসার চালাতেন সাইদুল সেখ। এদিন কাজ সেরে বাড়ি ফিরছিলো ভাই। সেই সময় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় তার ভাইয়ের। এরপরে এলাকার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে রাখেন। পুরনো মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা জানিয়েছেন, এই পথ দুর্ঘটনায় দুইজন মারা গিয়েছে । পাঁচ জন আহত হয়েছে। ঘটনার পর পলাতক অ্যাম্বুলেন্স চালক। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন মুচিয়া অঞ্চলের প্রধান শুভ লক্ষী গাইন এবং তিনি মৃত্ দুই ব্যক্তির বাড়িতে দেখা করতে যান এছাড়া সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন।

আরও পড়ুন-শক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, প্রমাদ গুনছে তামিলনাড়ু

Related articles

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...
Exit mobile version