Tuesday, November 11, 2025

শক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, প্রমাদ গুনছে তামিলনাড়ু

Date:

বিধ্বংসী ঘূর্ণিঝড় নিভারের ক্ষত এখনো টাটকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দেখা গেল বঙ্গোপসাগরে। শক্তি সঞ্চয় করে আজ বুধবার রাতেই শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে নয়া ঘূর্ণিঝড় বুরেভি। শ্রীলঙ্কায় আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। গতিপথ পরিবর্তন করে কোমোরিন এলাকায় বৃহস্পতিবার অবস্থান করবে ঘূর্ণিঝড়টি। সেখান থেকে পথ পরিবর্তন করে শুক্রবার সকালে তামিলনাড়ু কন্যাকুমারী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বুরেভির। অনুমান করা হচ্ছে, তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সময় বুরেভির গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।

আবহাওয়াবিদদের অনুমান, এই ঝড়ের জেরে তামিলনাড়ুর কন্যাকুমারী শিবগঙ্গা সহ বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কেরলের করলাম, তিরুবন্তপুরম, আল্লাফুজা সহ একাধিক জেলায়। ইতিমধ্যেই তামিলনাড়ু অন্ধপ্রদেশ কেরলে প্রবল বৃষ্টিপাতের সর্তকতা জারি করার পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দক্ষিণের এই ঝড়ের কোনও প্রভাব যে বাংলায় পড়বে না সেটাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:বিধানসভা নির্বাচনে কি ভোট দিতে পারবেন NRI-রা? আইনমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও কলকাতায় বেলা বাড়লে শীতের আমেজ কমবে। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে চলতি সপ্তাহে। পাশাপাশি জম্মু কাশ্মীরের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকেছে শুক্রবার যার প্রভাবে চলতি সপ্তাহের শেষে হিমালয় সংলগ্ন পশ্চিম ভারতের রাজ্যগুলি সিকিম ও অরুণাচল প্রদেশের বৃষ্টি ও তুষারপাতে সম্ভাবনা রয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version