Tuesday, November 4, 2025

শেষ মুহূর্তে স্থগিত অক্সফোর্ড বিতর্কসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

Date:

প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। কিন্তু ঠিক কোন কারণে এই বিতর্কসভা স্থগিত করা হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানানোই হয়নি।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর বুধবার দুপুর দুটো নাগাদ এক টুইটে জানিয়েছে, ‘আজ বিকেলে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে বা অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই শেষ মুহূর্তে আয়োজকরা সেই অনুষ্ঠান স্থগিত করেছে এবং নতুন সময়ে সেই অনুষ্ঠান করার আর্জি জানিয়েছে৷” রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিক কী কারণে ভাষণের কিছুক্ষণ আগে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র দফতর বলেছে, ‘কিছুক্ষণ আগে কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণ উল্লেখ করে আয়োজকদের তরফে ফোন করা হয়৷ বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে আজ যে অনুষ্ঠান ছিল, তা বাতিল হয়ে গিয়েছে।’
এদিন দুপুর আড়াইটে নাগাদ ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বিকেল ৫টা নাগাদ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মমতার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version