Wednesday, August 27, 2025

“বন্ধু দেখা হবে…”, শীলভদ্র-এর ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

বিদ্রোহ করে ঘাসফুল শিবির ছেড়ে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছেন কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এরপর লাইনে সবচেয়ে বেশি নাম যাঁর সবচেয়ে আগে আসছে, তিনি হলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। যিনি আবার রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারী ভক্ত বলে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় দলের প্রতি তাঁর ক্ষোভ-অভিমান আগেই ব্যাক্ত করেছেন শীলভদ্র। বলেছেন, আর ভোটে দাঁড়াবেন না। কিন্তু এটা বলেননি, তৃণমূল ছাড়া অন্য কোনও দলের হয়ে ভোটে দাঁড়াবেন না। সুতরাং, শীলভদ্র-এর তৃণমূল ত্যাগ শুধু সময়ের অপেক্ষা, মনে করছে রাজনৈতিক বা সংশ্লিষ্ট মহল।

বিষয়টি বুঝতে পেরে, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতা জ্যোতিপ্রিয় মল্লিক পৌঁছে গিয়েছিলেন তাঁর মানভঞ্জনে। তাঁর বাড়িতে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। ফলে কাজের কাজ কিছুই হয়নি। হতাশ হয়ে ফিরতে হয়েছে শাসকদলের ভোট ম্যানেজারদের।

এরপরই আজ, বুধবার ফেসবুকে শীলভদ্র লিখলেন,”বন্ধু দেখা হবে…”! যা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী। শুধু তাই নয়, শুভেন্দুকে সামনে রেখে ঘোলা জলে মাছ ধরতে গিয়ে শীলভদ্র লিখলেন, “আমি শুভেন্দুর বড় ফ্যান। যা করেছে একেবারে ঠিক।”

রাজনীতি নিয়ে চর্চা করেন এমন নেটিজেনরা বলছেন, শীলভদ্র ফেসবুক পোস্ট লক্ষণীয়। কারণ, গেরুয়া টেমপ্লেটের উপরে মেসেজ লিখেছেন শীলভদ্র। স্বাভাবিকভাবে এই রং চয়ন নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর এই বন্ধুই বা কে? শুধু তাই নয়, ব্যারাকপুরের বিধায়ক জানিয়েছেন, ”যা বলার আগামিকাল, বৃহস্পতিবার বলব।”

আরও পড়ুন- করোনা আবহেই সোমবার থেকে বাড়ছে মেট্রোর সময়সীমা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version