Friday, July 4, 2025

‘ঢপের চপ!’ বাংলায় শিল্পের অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Date:

কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে বৃহস্পতিবার ফের একবার সরব হয়ে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিলীপ। তাঁর অভিযোগ বাংলায় কারখানা উদ্বোধনের পরিবর্তে শুধু মেলা হচ্ছে। পাশাপাশি বহিরাগত ইস্যুতেও তৃণমূলকে একহাত নিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের কর্মসংস্থান ইস্যুকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিউটাউনে থাকি। রোজ প্রাতঃভ্রমণে বেরোই। একদিন ভাবলাম সিলিকন ভ্যালিতে যাই। গিয়ে দেখি সেখানে উলটে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কাট আউট। ঘাস হয়ে রয়েছে। ছাগল চড়ছে।’ এরপরই আক্রমণের ধার বাড়িয়ে দিলীপ বলেন, ‘ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল। আর কবে হবে? আপনার কথা কেউ বিশ্বাস করে না। দুর্গাপুজো, কালীপুজো, মেলার উদ্বোধন হয়। কারখানার উদ্বোধন করেছেন? খেলা, মেলা, লীলা দিদির দায়িত্ব।”

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে মহামারীর সঙ্গে তুলনা করেন দিলীপ। তিনি জানান ‘২০২০ সাল শেষ হলে করোনা আর তৃণমূল দুই মহামারীই বিদায় নেবে।’ এছাড়াও সম্প্রতি বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে যাওয়া বহিরাগত ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, ‘যদি বিজেপি নেতারা বহিরাগত হন তাহলে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান বহিরাগত নন কেন?’

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version