Friday, August 22, 2025

‘ঢপের চপ!’ বাংলায় শিল্পের অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Date:

কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে বৃহস্পতিবার ফের একবার সরব হয়ে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিলীপ। তাঁর অভিযোগ বাংলায় কারখানা উদ্বোধনের পরিবর্তে শুধু মেলা হচ্ছে। পাশাপাশি বহিরাগত ইস্যুতেও তৃণমূলকে একহাত নিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের কর্মসংস্থান ইস্যুকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিউটাউনে থাকি। রোজ প্রাতঃভ্রমণে বেরোই। একদিন ভাবলাম সিলিকন ভ্যালিতে যাই। গিয়ে দেখি সেখানে উলটে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কাট আউট। ঘাস হয়ে রয়েছে। ছাগল চড়ছে।’ এরপরই আক্রমণের ধার বাড়িয়ে দিলীপ বলেন, ‘ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল। আর কবে হবে? আপনার কথা কেউ বিশ্বাস করে না। দুর্গাপুজো, কালীপুজো, মেলার উদ্বোধন হয়। কারখানার উদ্বোধন করেছেন? খেলা, মেলা, লীলা দিদির দায়িত্ব।”

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে মহামারীর সঙ্গে তুলনা করেন দিলীপ। তিনি জানান ‘২০২০ সাল শেষ হলে করোনা আর তৃণমূল দুই মহামারীই বিদায় নেবে।’ এছাড়াও সম্প্রতি বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে যাওয়া বহিরাগত ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, ‘যদি বিজেপি নেতারা বহিরাগত হন তাহলে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান বহিরাগত নন কেন?’

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version