Wednesday, November 12, 2025

৭ ঘণ্টা আলোচনাতেও কাটল না জট, ফের শনিবার কৃষক-কেন্দ্র বৈঠক

Date:

টানা ৭ ঘণ্টা বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বের হলো না কৃষি বিল নিয়ে। ফল স্বরূপ আগামী ৫ ডিসেম্বর ফের কৃষকদের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকের প্রস্তাব দিল সরকার। জানা গিয়েছে, এদিনের বৈঠকের পরও নিজের অবস্থান থেকে সরতে অনড় কৃষক ও সরকার দুই পক্ষই। সূত্রের খবর, ন্যূনতম সহায়ক মূল্য(এমএসপি) নিয়ে এদিন কৃষকের কাছে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের তরফে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়ে দিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে কোনওরকম পরিবর্তন আনা হচ্ছে না। জানা গিয়েছে এদিন বৈঠক চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুবার ফোনে কথাও বলেন।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, কৃষকদের প্রতি সরকারের কোনও ইগো নেই। তাঁর কথায় এপিএমসি-কে আরো মজবুত করতে সরকার কাজ করে যাবে। একইসঙ্গে আগামী ৫ ডিসেম্বর শনিবার দুপুর দুটোয় ফের একবার কৃষকদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী কৃষকদের কাছে অনুরোধ জানান, আন্দোলন থেকে বিরত থাকার জন্য। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে আমি কৃষকদের কাছে অনুরোধ করছি সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। আপনারা আপনাদের এই আন্দোলন তুলে নিল। আলোচনা যখন হয়েছে তখন সমাধান অবশ্যই বের হবে।’ পাশাপাশি আরও বলেন, ‘আজকের আলোচনা বেশ ইঙ্গিতপূর্ণ। কৃষকরা তাদের বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছে। ৫ ডিসেম্বরের আলোচনায় অবশ্যই কোনও না কোনও রাস্তা বের হবে।’

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এদিকে বৈঠক শেষে ভারতীয় কৃষক ইউনিয়নের প্রবক্তা রাকেশ টিকৌত বলেন, ‘সরকার এই এমএসপির বিষয়টি নিয়ে সমাধানের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। আমরা অনুমান করছি এমএসপি ইস্যুতে সরকার কৃষকদের দাবির পথে হাঁটবে। আলোচনা এগোচ্ছে। কিন্তু মূল বিষয় এই আইন রদ করা। কৃষকদের দাবি, অবিলম্বে এই আইন বাতিল করা হোক। তবে সরকার আপাতত এমএসপির নিয়মকানুন সংশোধনের পথে হাঁটতে চাইছে।’

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version