Monday, May 12, 2025

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

Date:

মধ্যরাতে বিধাননগরে ধুন্ধুমার কাণ্ড! গতকাল, বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোর করে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। তাঁদের শান্তিপূর্ণ অবস্থান থেকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গভীর রাতে সল্টলেক করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনের সামনে থেকে তাঁদের জোর করে সরিয়ে দেয় বিধাননগর পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। এরপর সকলকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবাদে তাঁরা রাতেই সেখান থেকে মিছিল করে মৌলালি ক্রসিং পর্যন্ত যান। সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করে রাখেন। এরপর রাত দু’টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন আন্দোলনরত ওই চাকরীপ্রার্থীরা। অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করে একটি সংগঠন ”আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ”। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:ভারতের অংশ চিনে! উইকিপিডিয়ায় বিকৃত ম্যাপ নিয়ে প্রতিবাদ কেন্দ্রের

তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। গতকাল, বুধবার রাতের পর আজ বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের বসবেন অবস্থানে।

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version