Saturday, August 23, 2025

টাঙ্গা চালক থেকে ‘মশলা কিং’, ৯৮ বছর বয়সে প্রয়াত MDH কর্ণধার ধর্মপাল গুলাটি

Date:

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন সম্প্রতি। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এমডিএইচ মসলার কর্ণধার পদ্মশ্রী ধর্মপাল গুলাটি। বৃহস্পতিবার সকাল ৫:৩৮ মিনিটে প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ধর্মপাল। সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।

অবিভক্ত পাকিস্তানের শিয়ালকোটে ১৯২৩ সালের ২৭ মার্চ জন্ম ধর্মপালের। ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারসহ অমৃতসরে চলে আসেন তিনি। এরপর পাকাপাকিভাবে দিল্লির করোল বাগে বসবাস শুরু করেন তারা। পাকিস্তান ছেড়ে ভারতে আসার সময় গুলাটির সঙ্গে ছিল ১৫০০ টাকা। পরিবারের ভরণ পোষণের জন্য পাকিস্তান থেকে ভারতে আসার পর টাঙ্গা চালানোর কাজও করেছেন এই ‘মশলা কিং’। ধর্মপালের পিতা চুনিলাল গুলাটি সংসার চালাতে শুরু করেন মশলার ব্যবসা। বাবার মৃত্যুর পর সেই ব্যবসার ভার ওঠে ধর্মপালের কাঁধে। তাঁর অসামান্য দক্ষতায় এরপর পরিচিতি পায় এমডিএইচ সংস্থা। শুধু ভারত নয় ইউরোপ, আমেরিকা, পশ্চিম এশিয়ার বহু দেশে মশলা রপ্তানি করতে থাকেন ধর্মপাল। ফুলে-ফেঁপে ওঠে এমডিএইচ-এর মশলার কারবার। তবে ব্যবসা বৃদ্ধি হলেও তাঁর স্বকীয়তা ছিল অসামান্য। ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থা যেখানে পেশাদার অভিনেতাদের দিয়ে বিজ্ঞাপন করাতেন সেখানে নিজেই নিজের বিজ্ঞাপণ করতেন ধর্মপাল।

আরও পড়ুন:আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

এমডিএইচ সংস্থার সিইও হিসেবে তাঁর বেতন ছিল ২৫ কোটি টাকা। ২০১৯ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ৯৮ বছর বয়সেও নিজের পণ্যের বিজ্ঞাপন দক্ষতার সঙ্গে করে গিয়েছেন ধর্মপাল গুলাটি। বৃহস্পতিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ বহু মানুষ।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version