Thursday, November 13, 2025

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

Date:

মধ্যরাতে বিধাননগরে ধুন্ধুমার কাণ্ড! গতকাল, বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোর করে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। তাঁদের শান্তিপূর্ণ অবস্থান থেকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গভীর রাতে সল্টলেক করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনের সামনে থেকে তাঁদের জোর করে সরিয়ে দেয় বিধাননগর পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। এরপর সকলকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবাদে তাঁরা রাতেই সেখান থেকে মিছিল করে মৌলালি ক্রসিং পর্যন্ত যান। সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করে রাখেন। এরপর রাত দু’টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন আন্দোলনরত ওই চাকরীপ্রার্থীরা। অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করে একটি সংগঠন ”আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ”। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:ভারতের অংশ চিনে! উইকিপিডিয়ায় বিকৃত ম্যাপ নিয়ে প্রতিবাদ কেন্দ্রের

তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। গতকাল, বুধবার রাতের পর আজ বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের বসবেন অবস্থানে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version