Saturday, August 23, 2025

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

Date:

মধ্যরাতে বিধাননগরে ধুন্ধুমার কাণ্ড! গতকাল, বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোর করে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। তাঁদের শান্তিপূর্ণ অবস্থান থেকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গভীর রাতে সল্টলেক করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনের সামনে থেকে তাঁদের জোর করে সরিয়ে দেয় বিধাননগর পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। এরপর সকলকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবাদে তাঁরা রাতেই সেখান থেকে মিছিল করে মৌলালি ক্রসিং পর্যন্ত যান। সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করে রাখেন। এরপর রাত দু’টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন আন্দোলনরত ওই চাকরীপ্রার্থীরা। অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করে একটি সংগঠন ”আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ”। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:ভারতের অংশ চিনে! উইকিপিডিয়ায় বিকৃত ম্যাপ নিয়ে প্রতিবাদ কেন্দ্রের

তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। গতকাল, বুধবার রাতের পর আজ বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের বসবেন অবস্থানে।

Related articles

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...
Exit mobile version