Monday, August 25, 2025

বাংলায় পাল্টা কৃষি আইনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস-বামের

Date:

মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন যাতে বাংলায় লাগু না হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বিকল্প প্রস্তাব দিলো কংগ্রেস এবং বাম দলগুলি৷ ওই ‘কালা-কানুন’ রাজ্যে রুখে দিতে রাজ্যের উপর চাপ বাড়িয়ে বাম ও কংগ্রেসের দাবি, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে আলোচনার মাধ্যমে রাজ্যস্তরে তৈরি করা হোক পাল্টা কৃষি আইন। সেই আইনই প্রয়োগ করা হোক বাংলায়৷

কং-বাম এই দীর্ঘদিন ধরে এই দাবি জানালেও মুখ্যমন্ত্রী তাতে সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী। দুই নেতার দাবি, এই দাবিতে গত ২ মাসে মুখ্যমন্ত্রীকে ২ -টি চিঠি লিখেও উত্তর পাওয়া যায়নি৷ এই একই দাবি জানিয়ে মান্নান- সুজন যৌথভাবে ফের চিঠি দিয়েছেন ।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ৩টি কালা আইন রুখতে কয়েকটি রাজ্য ইতিমধ্যেই নিজেদের আইন তৈরি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ নীরব৷ বিধানসভায় আলোচনার উদ্যোগও নিচ্ছে না। অথচ, এই বিষয়ে কেন্দ্র-বিরোধী প্রস্তাব গ্রহণে আমরা সরকারকে নিঃশর্ত সমর্থন করবো বলেই জানিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতেও রাজ্য কোনও ইতিবাচক পদক্ষেপ করছে না।

এদিকে, বাম দলগুলি কৃষি আইন বাতিলের দাবিতে ৮ ডিসেম্বর গান্ধীমূর্তির পাদদেশে ধর্না হবে। ১৬ ডিসেম্বর রাজভবন অভিযান করবে। এছাড়া ২৯ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: নজরদারি চালাতে কোলিয়ারি এলাকায় শিবির করবে CBI

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version