প্রয়াত মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে মেসি

0
1

প্রয়াত কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে মেসিকে। খেলা চলাকালীন জার্সি খেলার জন্য এই জরিমানা। জরিমানা বাবদ মেসিকে দিতে হবে ৬০০ ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায়  ৫৪ হাজার টাকা।স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে এই জরিমানা করেছে।

আরও পড়ুন:এগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির

মারাদোনার প্রয়াণের পর রবিবার প্রথমবার খেলতে নেমে মেসি অভিনব শ্রদ্ধা জানান। যেখানে লা -লিগায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে গোল করে জার্সি খুলে আকাশে তাকিয়ে দিয়েগোর আত্মার শান্তি কামনা করেন লিও।গোল করার পর বার্সার জার্সি খুলে ফেলেন মেসি। লিওর পরণে তখন নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবের জার্সি ছিল। ফুটবল জীবনের শেষে মারাদোনা এই ক্লাবে ১০ নম্বর জার্সি পরে খেলেন। ১৯৯৩-৯৪ এই ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। গোল ছিল না। পরবর্তী সময়ে ১৯৯৪ সালে মারাদোনার উত্তরসূরি মেসি এই ক্লাবে যোগ দেন। তখন তাঁকে ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছিল।
নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার জার্সি খুলতে পারেন না। অন্য দলের জার্সি গায়ে চাপানোও অপরাধ। তাই মেসিকে ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে ।