Thursday, November 13, 2025

২৪ ঘন্টায় দ্বিতীয়বার সরব হয়ে ফিরহাদকে জবাব দিলেন অতীন ঘোষ

Date:

শুক্রবারের পর শনিবারও৷

ফের তোপ দাগলেন উত্তর কলকাতার তৃণমূল নেতা ও শহরের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ৷ রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক কমিটির চেয়ারম্যান ফিরহাদ হাকিমের মন্তব্যেরও জবাব দিয়েছেন অতীন৷

শুক্রবার প্রথমবার দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে অতীন ঘোষ বলেছিলেন, “রাজনৈতিক জীবনে বঞ্চিত হয়েছি, কোণঠাসা করার চেষ্টা হয়েছে৷ তাই এখন হতাশা বাড়ছে৷” ভোটকুশলী প্রশান্ত কিশোর প্রসঙ্গেও ক্ষোভ জানিয়েছিলেন৷ অতীন রাখঢাক না করেই তখন বলছিলেন, “শুভেন্দু অধিকারীর মতো জননেতা দল ছাড়লে তৃণমূলের ক্ষতি হবে৷”

কোনও সন্দেহ নেই, এ ধরনের মন্তব্য করে অতীন নিশ্চিতভাবেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন৷

অতীনের এই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মুখ খোলেন৷ তিনি বলেন, “কোনও বিষয়ে ক্ষোভ থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রীকেই জানানো উচিত৷ কারণ তিনিই এখন তৃণমূলের সব বিষয়ে পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন৷
একই সঙ্গে ফিরহাদ বলেছেন, “আমি এবং অতীন দীর্ঘদিনের বন্ধু৷ আমি মনে করি না অতীন কোনও দলবিরোধী কোনও কথা বলেছে৷ প্রায় চল্লিশ বছর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি৷ দল কীভাবে চলবে তা নিয়ে এক একজনের এক এক ধরনের মত থাকতেই পারে৷ কিন্তু তা নিয়ে ক্ষোভ থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানানো উচিত৷”

প্রায় সঙ্গে সঙ্গেই ফিরহাদের এ সব কথার জবাব দিয়েছেন অতীন ঘোষ৷ তিনি পাল্টা বলেছেন, “নিজের ক্ষোভের কথা মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন? সবাই আমার পারফরম্যান্স দেখছেন, উনিও দেখছেন। যুব কংগ্রেস করার সময় থেকে আমি ওনার সঙ্গে রয়েছি। আমার যন্ত্রণা, ক্ষোভ প্রকাশ করেছি। আমি আজ থেকে রাজনীতি করছিনা৷ ১৯৮৫ সাল থেকে কলকাতা পুরসভার কাউন্সিলর। আমি মনে করি দলের জাজমেন্ট হওয়া উচিত পারফরম্যান্স, ডেডিকেশন লয়ালটি ও অনেস্টি দিয়ে। আমি এই সবগুলো দিয়েই দলের কাজ করেছি। এই জায়গায় আমার কোনও গলদ নেই। কাজেই আমায় বলতে হবে কেন?”
প্রসঙ্গত, শুক্রবার নিজের হতাশা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন নেতাদের নিয়েও শুক্রবার প্রশ্ন তুলেছিলেন অতীন ঘোষ৷ তিনি বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী কিছু মানুষের উপরে নির্ভর করেন৷ তাঁরা যদি নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতেন তাহলে দলের আজকে এই অবস্থা হত না৷”

আরও পড়ুন-নানা প্রশ্ন তুলে এবার বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version