Monday, August 25, 2025

নয়া সংসদ ভবনের ভূমিপুজো, আমন্ত্রণপত্র হাতে মোদির বাড়ি ওম বিড়লা

Date:

ইংরেজ আমলে তৈরি পুরাতন সংসদ ভবনকে সরিয়ে নয়া সংসদ ভবনের দাবি ছিল দীর্ঘদিনের। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সম্পূর্ণ প্রস্তুতিপর্ব সেরে ফেলেছে ভারত সরকার। দিল্লির বুকে ৬৪,৫০০ স্কোয়ার মিটার এলাকায় তৈরি হবে দেশের নতুন এই ভবনটি। আগামী ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের শিলান্যাস ও ভুমি পুজো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনে এসে তাঁকে আমন্ত্রণ জানিয়ে যান তিনি।

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পর তার বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা জানান, ‘এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আগামী ১০ ডিসেম্বর দেশের নতুন সংসদ ভবনের শিলান্যাস হতে চলেছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন। ভুমিপুজোর মধ্য দিয়ে হবে নতুন সংসদ ভবনের শিলান্যাস।’ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে নতুন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সরকার।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ভবন পাবে ভারতীয় সংসদ। ত্রিভুজাকৃতির নতুন ভবনে সাংসদদের বসার জায়গা ও কক্ষ দুইই বাড়ানো হবে। ঐতিহ্য ও আধুনিকতার সুচারু মিশেলে হবে এই নির্মাণ। সংসদ ভবন নির্মাণের জন্য টাটা প্রোজেক্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার। এবং ভবনটির ডিজাইন তৈরি করেছে এইচটিপি সংস্থা। জানা যাচ্ছে, নতুন ভবনটিতে প্রত্যেক সংসদের জন্য আলাদা আলাদা কক্ষ থাকবে। থাকবে বিশাল পার্কিং ব্যবস্থা, লাইব্রেরি, একাধিক সমিতির জন্য আলাদা কক্ষ।

আরও পড়ুন:কৃষক বিক্ষোভের আঁচ এবার রাষ্ট্রসংঘেও, অস্বস্তি কেন্দ্রের

প্রসঙ্গত, কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তরের সময় ১৯১১ সালে প্রথম দেশের সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হয়। ১৯২৭ সালে উদ্বোধন করা হয় সংসদ ভবনের। ইংরেজ আমল থেকে চলতে থাকা এই সংসদ ভবনে ত্রুটি ছিল প্রচুর। মাঝেমধ্যেই বিদ্যুৎ সমস্যা ও শর্ট সার্কিটের সমস্যা লেগেই থাকত ভবনটিতে। পাশাপাশি দুর্বল হয়ে পড়েছিল বহুকালের পুরনো বর্তমান সংসদ ভবনটি।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version