বিভাজনের রাজনীতির ফসল তুলে হায়দরাবাদে ৪ থেকে ৪৮ হল বিজেপি

হায়দরাবাদের পুরভোটে (গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন) এবার চমকপ্রদ উত্থান বিজেপির। গতবার এই নির্বাচনে মাত্র ৪ টি ওয়ার্ডে জিতেছিল ভারতীয় জনতা পার্টি। আর এবার দশগুনের বেশি বেড়ে ৪৮ টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থান দখল করেছে। তুমুল সাম্প্রদায়িক বিভাজনমূলক প্রচার করে নিজামের শহরে সাম্প্রদায়িক মেরুকরণের সুবিধা তুলেছে গেরুয়া শিবির। এক্ষেত্রে তারা মূলত টিআরএসেরই শক্তিক্ষয় করেছে। গতবারের ভোটে ৯৯ টি ওয়ার্ডে জয় হাসিল করা চন্দ্রশেখর রাওয়ের দল এবার একধাক্কায় বহু আসন হারিয়েছে। তারা এবার ৫৫ টি ওয়ার্ডে জিতে একক বৃহত্তম দল হলেও তা দিয়ে ১৫০ ওয়ার্ডের পুরসভায় একক শক্তিতে ক্ষমতা দখল করতে পারবে না। সেক্ষেত্রে আসাউদ্দিন ওয়েইসির মিমের সমর্থনই তাদের ভরসা। বিজেপির সঙ্গে সাম্প্রদায়িক প্রচারের প্রতিদ্বন্দ্বিতায় নেমে মিমের আসনপ্রাপ্তিও গতবারের মতই। তারা জয় পেয়েছে ৪৪ টি ওয়ার্ডে। যে ওয়েইসি স্বয়ং হায়দরাবাদের ভূমিপুত্র এবং মিমের উত্থান যে হায়দরাবাদ শহরে, সেখানকার পুর ভোটেই মিমকে তৃতীয় স্থানে পাঠিয়ে চমক দেখিয়েছে বিজেপি।

আরও পড়ুন:Saradha Breaking: সাংবাদিক সুমনের টাকা নেওয়া নিয়ে সুদীপ্তকে জেরা করবে সিবিআই

পুরভোটের মত সাধারণভাবে স্থানীয় পরিষেবাকেন্দ্রিক নির্বাচনে বিজেপি ও মিমের দৌলতে এবছর ভোটের প্রচারে নাগরিক পরিষেবার ইস্যুকে পিছনে ফেলে দিয়েছিল কড়া দাগের সাম্প্রদায়িক মেরুকরণমুখী প্রচার। পাকিস্তান, জিন্না, নিজামের জমানা, দেশদ্রোহ, হায়দরাবাদের নাম পরিবর্তনের মত বিষয় গেরুয়া শিবিরের বিভাজনকেন্দ্রিক প্রচারের সিংহভাগ দখল করেছিল। আর এর ফলে ভোটে ধর্মীয় মেরুকরণের পুরো ফায়দা গিয়েছে বিজেপির দখলে। অন্যদিকে সবচেয়ে রক্তক্ষরণ হয়েছে তেলেঙ্গানার শাসক দল টিআরএসের। মূলত তাদের হিন্দু ভোটব্যাঙ্কেই ধস নামিয়েছে বিজেপি। এই প্রবণতায় আরও একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। তা হল, তেলেঙ্গানার আগামী বিধানসভা নির্বাচনে মূল লড়াই হতে চলেছে টিআরএস বনাম বিজেপির। এই রাজনৈতিক যুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে অপ্রাসঙ্গিক কংগ্রেস। বিহার ভোটের পর হায়দরাবাদ পুর ভোটেও সোনিয়া গান্ধীর দলের হতশ্রী চেহারা ফের প্রকট। মাত্র ২ টি ওয়ার্ডে জিতে চতুর্থ স্থানে থাকা কংগ্রেস এই নির্বাচনে সবচেয়ে দুর্বল শক্তি প্রতিপন্ন হয়েছে। রাজ্যে রাজ্যে কংগ্রেসের মত জাতীয় দলের এই কঙ্কালসার দশা বিজেপির অগ্রগতিকেই আরও মসৃণ করে তুলছে।

Previous articleSaradha Breaking: সাংবাদিক সুমনের টাকা নেওয়া নিয়ে সুদীপ্তকে জেরা করবে সিবিআই
Next articleহিন্দমোটর ধর্মতলায় দেহ থেকে অঙ্গ পাচারের অভিযোগ