দিয়েগো মারাদোনার মৃত্যুর পর কেটে গিয়েছে ১০ দিন। কিন্তু কার্লোস সালভাদোর বিলার্দো এখনও জানেন না এই মর্মান্তিক ঘটনা। জানেন না তাঁর প্রিয় ছাত্র আর নেই।

এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বিলার্দোর ভাই হর্ঘ জানিয়েছেন, কে বিলার্দোকে এই মর্মান্তিক খবর দেবে, তা বুঝে উঠতে পারছে না কেউ। গত কয়েক বছর ধরে স্নায়ুর রোগে ভুগছেন ৮৬ বিশ্বকাপ জয়ী দলের কোচ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হন বিলার্দো। এখন সুস্থ তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। চিকিৎসকদের কড়া নির্দেশ, কোন খবরে উত্তেজিত করা যাবে না বিলার্দোকে। তাই প্রিয় ছাত্রের মৃত্যু সংবাদ এখনও জানানো হয়নি তাকে।

এদিকে মারাদোনাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন পেলে।

আরও পড়ুন-মারাদোনার ৭০০ কোটির সম্পত্তির নেই কোন উইল, বিবাদ তুঙ্গে

