“নাম জীবন”, রবীন্দ্রসদনে শ্রদ্ধায় স্মরণ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যাকে

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে

আজ, শনিবার রবীন্দ্রসদনে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণসভা আয়োজিত হলো। এই

স্মরণসভার নাম রাখা হয় ”নাম জীবন”। যেখানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

স্মরণসভায় প্রয়াত অভিনেতার অভিনীত বিভিন্ন ছবি ও নাটকে তাঁর চরিত্রের পোশাক দিয়ে সাজানো হয়েছিল রবীন্দ্রসদন প্রাঙ্গন। সাজানো হয়েছিল ”ঘটক বিদায়’, ”রাজা লিয়র”, “ছাড়িগঙ্গা”, ‘নীলকণ্ঠ”, ”হোমাপাখি”, ”বিদেহী’র মত ছবির কাট আউট দিয়েও।

স্মরণসভা অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শ্রাবণী সেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, শ্রীকান্ত আচার্য, সৃজাত বন্দ্যোপাধ্যায়, অতনু ঘোষ, গৌতম ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

আরও পড়ুন- স্মরণে শ্যামল: সভামঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যকে তোপ সুজন, তন্ময়দের

Previous articleস্মরণে শ্যামল: সভামঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যকে তোপ সুজন, তন্ময়দের
Next article ৯ বছরের ছেলের সামনে মা-বাবার বিয়ে!