Thursday, August 28, 2025

সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেন মৌসম, কী বললেন তিনি?

Date:

দলেই আছেন- রীতিমতো সাংবাদিক বৈঠক করে জানালেন মালদহের তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর। মন্ত্রিত্ব-সহ বিভিন্ন পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা এবং তারপর মৌসমের দলীয় বৈঠকে যোগ না দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। অনেকেই বলতে শুরু করেন, শুভেন্দুর হাত ধরে তৃণমূলে আসা গণি পরিবারের সদস্য দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। শেষমেশ জল্পনার অবসান ঘটিয়ে দলেই আছেন বলে শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী। উল্টে তাঁকে নিয়ে দলে জলঘোলা হওয়ায় দলের একাংশকেও নাম নাষকরে দায়ী করেছেন মৌসম। তাঁর অভিযোগ, চক্রান্ত করে বিরোধীরা তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরির খবর রটানোর চেষ্টা করছে।

দিন কয়েক ধরেই মৌসম বেনজির নূর মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর পদ ছেড়ে দিতে পারেন বলে খবর রটে। কোনও-কোনও পক্ষ থেকে মৌসমের দল ছেড়ে দেওয়ারও খবর রটানো হয়। এর কারণ প্রথমতঃ, যে শুভেন্দু অধিকারীর হাত ধরে মৌসম বেনজির নূর গণি পরিবারের সদস্য হয়েও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন, সেই শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব-সহ অন্যান্য সব পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হচ্ছে।
দ্বিতীয়তঃ ক্যামাক স্ট্রিটে মালদহ জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডাকেন সেখানেও অনুপস্থিত ছিলেন মৌসম। এরপরে জল্পনা তুঙ্গে ওঠে।

মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্য নেতারাও বিষয়টি নিয়ে ধন্দে থাকেন। কিন্তু শনিবার সব জল্পনার অবসান ঘটিয়ে মৌসম নিজেই সাংবাদিক বৈঠক করে জানান, তিনি তৃণমূলেই আছেন। তাঁর সভানেত্রীর পদ ছাড়ার কথা রটানোর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন মৌসম।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version