Saturday, January 31, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মৌলবাদ বিরোধী প্রতিবাদী অনুষ্ঠান

Date:

Share post:

খায়রুল আলম ,ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে অনুষ্ঠিত হয়েছে ধর্ম ব্যবসা ও মৌলবাদ বিরোধী প্রতিবাদী সন্ধ্যা। সেখানে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আয়োজক ও শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যায় ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। সেখানে প্রতিবাদী কবিতা, মূকাভিনয়, দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে মৌলবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তারা।

তানভীর হাসান সৈকত বলেন, ‘আমাদের অবস্থান ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে যারা ধর্মকে পূঁজি করে ব্যবসা করে, রাজনীতি করে তাদের বিরুদ্ধে ।

আমরা সম্প্রতি লক্ষ্য করেছি একটি গোষ্ঠী ধর্মকে পূঁজি করে দেশকে অস্থিরতার দিকে নেওয়ার চেষ্টা করছে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত সৈনিকরাই এর অগ্রভাগে রয়েছে। মৌলবাদের শিকড় উপরে ফেলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তারেক হাসান নির্ঝর বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতির অপূর্ব স্রোতধারা তখনই বাধার মুখে পড়ে, যখন ধর্মের নাম করে কিছু অসৎ ব্যক্তি এদেশের শান্তিপ্রিয় মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের প্রতি নির্জলা আর পবিত্র অনুভূতি নিয়ে অপরাজনীতি শুরু করে৷

তিনি বলেন, এদেশের হাজার বছরের সংস্কৃতির সঙ্গে যেমন মিশে আছে পালা-পার্বন, লালন-ভাটিয়ালি, রবীন্দ্র-নজরুল তেমনি এদেশের সংস্কৃতির আষ্টেপৃষ্ঠে লেপ্টে আছে গান, কবিতা, চিত্রকর্ম, ভাস্কর্যসহ শিল্পকলার নানা অনুষঙ্গ। এদেশের ইতিহাসের দেওয়ালে দেওয়ালে দেখা যায়  শেখ মুজিবুর রহমানের ছবি।ধর্মের ভিন্নতা আমাদের জাতীয়তাবাদে কোনোদিন বিভেদের দেয়াল তৈরি করতে পারেনি।

শিক্ষার্থীর বক্তব্য , একাত্তরে দেশ রক্ষার লড়াইয়ে মানুষ হয়ে মানুষকে বাঁচাতে বন্দুক হাতে পাকিস্তানি হানাদারদের বুলেট বেয়নেটের সামনে দাঁড়িয়েছে এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফেরদৌস খান নির্ঝর বলেন, বাংলাদেশ ও মৌলবাদ সম্পূর্ণ বিপরীত দুটি শব্দ। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হয়েছে মৌলবাদের চর্চাকারী এক রাষ্ট্রের সাথে লড়াই করে। তারপরও আমাদের আজ দাঁড়াতে হয় মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে।

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...