Thursday, August 28, 2025

জেডিপির অবরোধে মালদায় আটকে দার্জিলিং মেল, সড়ক পথে শিলিগুড়ি রওনা গুরুংয়ের

Date:

রেল অবরোধের জের। দলীয় সভায় যোগ দিতে সড়কপথেই শিলিগুড়ি রওনা দিলেন বিমল গুরুং। প্রায় সাড়ে তিন বছর পর আজ শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। সভায় যোগ দিতে গতকাল রাতে কলকাতা থেকে দার্জিলিং মেলে করে শিলিগুড়ি রওনা দেন তিনি। কিন্তু মাঝপথে মালদার গাজোলে রেল অবরোধের সম্মুখীন হন।

আরও পড়ুন : বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে আজ ভোট প্রচারে নামছেন বিমল গুরুং, বিপাকে বিজেপি, কিশোর সাহার কলম

আদিবাসীদের সরনা ধর্মের স্বীকৃতি সহ অন্যান্য কয়েক দফা দাবিতে সকাল থেকেই মালদার গাজলের রেলপথ অবরোধ করে রেখেছে ঝাড়খন্ড দিশম পার্টি। যার কারণে মালদার গাজলে আটকে গিয়েছে দার্জিলিং মেল। পুলিশ জানিয়েছে সকাল সাড়ে সাতটা থেকে আদিনা ষ্টেশনে অবরোধ চলছে। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা।

ওই ট্রেনেই শিলিগুড়ি যাচ্ছিলেন গুরুং। ইতিমধ্যেই শিলিগুড়িতে দলীয় সমাবেশের জন্য জমা হতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। আজমনগর স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় তাঁর সভায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাই তড়িঘড়ি ট্রেন থেকে নেমে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ২টোর মধ্যেই তিনি শিলিগুড়ির সভায় পৌঁছতে পারবেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ওই একই ট্রেনে ছিলেন কয়েক হাজার পিএসসি দ্বিতীয় দফার পরীক্ষার্থীরা। সকলেই যাচ্ছিলেন শিলিগুড়ি। বিক্ষোভের জেরে তাঁদের পরীক্ষার সময় পেরিয়ে যায়। পাল্টা বিক্ষোভ শুরু করেন বিক্ষুদ্ধ পরীক্ষার্থীরাও। দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। যদিও বেশ কয়েক ঘণ্টা পর, পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version